ডিসেম্বর ২: যুক্তরাষ্ট্র তথাকথিত 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল' স্বাক্ষরের পর আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং জানান, চীন যুক্তরাষ্ট্রের ওপর অবরোধ আরোপ করবে।
হুয়া ছুন ইং বলেন, মার্কিন আচরণ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্রের এমন অযৌক্তিক আচরণের বিরুদ্ধে চীন পাল্টা ব্যবস্থা নেবে।
মার্কিন সামরিক বিমান ও জাহাজ হংকংয়ে প্রবেশের আবেদন পর্যালোচনা বন্ধ করা হবে এবং 'ন্যাশনাল ডেমোক্রেসি ফান্ড'সহ হংকংয়ে বিশৃঙ্খলায় যাদের খারাপ ভূমিকা রয়েছে তাদের উপর অবরোধ আরোপ করবে চীন।
হুয়া ছুন ইং জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে নিজের ভুল স্বীকার করে হংকংয়ে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয় চীন। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং হংকংয়ের সমৃদ্ধি, স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করবে চীন।
(শিশির/তৌহিদ/আকাশ)