আফগান ইস্যুতে চীনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তার অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত
  2019-12-02 18:18:19  cri

ডিসেম্বর ২: চীনের লানচৌ বিশ্ববিদ্যালয়ের আফগান গবেষণালয়ের পরিচালক চু ইউং পিয়াও গতকাল (রোববার) বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্যএশিয়া বিভাগের উপ সহকারী সচিব অ্যালিস ওয়েলস্ আফগান ইস্যুতে চীনের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত।

সম্প্রতি উইলসন সেন্টারে অ্যালিস বলেন, 'চীন আফগানিস্তানের উন্নয়নে প্রধান অবদানকারী নয় এবং আফগানিস্তানে মৌলিক সহায়তাও দেয় নি'। তিনি কিছু ভ্রান্ত বিবৃতিও দিয়েছেন। এ প্রসঙ্গে চু ইউং পিয়াও বলেন, আফগানিস্তান থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। তাই তারা অন্যের ওপর ব্যর্থতার বোঝা চাপিয়ে দিচ্ছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অবদান ও বিনিয়োগ অনেক বেশি দেখালেও তার বেশিরভাগই সামরিক খাতে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যুদ্ধ শুরু করেছে এবং এখন অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ করছে যা একেবারেই অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন তিনি।

(শিশির/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040