সুরের ধারায়----ইন ছু শি থিং
  2019-12-02 14:37:29  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের বিশেষ একটি সংগীত গ্রুপের সঙ্গে আপনাদের পরিচয়ে করিয়ে দেবো। তারা চীনের প্রাচীন সংস্কৃতি কবিতা ও পপ ইলেকট্রনিক সংগীতের সমন্বয় করে চীনা বৈশিষ্ট্যময় গান রচনার জন্য পরিচিত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে তাদের কিছু সুন্দর গান শুনবো।

'ইন ছু শি থিং' নামটি ইংরেজি 'interesting' থেকে এসেছে, তবে, চীনা অক্ষরে এর অর্থ হচ্ছে সুর দিয়ে কবিতা শোনা ও সংগীতের কবিতা। তাদের গান চীনের প্রাচীন জনপ্রিয় কবিতা অনুসারে রচিত হয়। প্রাচীন কবিতা ছাড়া চীনের ঐতিহ্যগত সংস্কৃতিও তাদের গানের গুরুত্বপূর্ণ বিষয়। ইন ছু শি থিংয়ের প্রতিষ্ঠাতার ধারণা অনুযায়ী, চীনা সংস্কৃতি যেন সংগীতের ধনভাণ্ডার, এর ভিত্তিতে অসংখ্য সুন্দর গান রচিত হয়েছে। তারা আশা করে, চীনের ঐতিহ্যগত সংস্কৃতি ও বর্তমানের জনপ্রিয় পপ ও ইলেকট্রনিক সংগীতের সঙ্গে সংযুক্ত করে, এই নতুন সংগীত শৈলীর মাধ্যমে সবাইকে চীনের বৈশিষ্ট্যময় সংগীতের মনোহরণ রূপ প্রদর্শন করতে পারবে।

বন্ধুরা, এখন তাদের একটি জনপ্রিয় গান 'ছি হুয়াই' শুনবো। গান ১

ইন ছু শি থিং ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতেই গ্রুপটি চীনা বৈশিষ্ট্যময় সংগীত রচনা করার সিদ্ধান্ত নেয় এবং চীনা সংস্কৃতি ও পপ সংগীত, ঐতিহ্যগত লোকসংগীত ও আধুনিক ইলেকট্রনিক সংগীতের সমন্বয়ে কাজ শুরু করে। এই নতুন সংগীত ধারণা অনেক গায়ক, সুরকারকে তাদের গ্রুপে যোগ দিতে আকর্ষণ করেছে। আর এই ধারণার ভিত্তিতে অনেক সুন্দর গান রচিত হয়েছে। সুন্দর গান প্রকাশের সঙ্গে সঙ্গে ইন ছু শি থিং ক্রমেই জনপ্রিয় হতে থাকে।

বন্ধুরা, এখন শুনুন ইন ছু শি থিংয়ের একটি সুন্দর গান 'তুষারের গান'। গান ২

'হোং চাও ইউয়ান' গানটি ইন ছু শি থিংয়ের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত প্রথম গান। এটি তাদের জনপ্রিয় গানের মধ্যে অন্যতম। গানে প্রাচীনকালে হোং চাও নামে এক মেয়ের গল্প বলা হয়। মেয়ের সৌন্দর্য তার দুর্ভাগ্য ও সৌভাগ্য ডেকে আনে, তবে ভাগ্য কখনও তার নিজের হাতে ছিল না। খুব মুগ্ধকর গল্প ও চীনা বৈশিষ্ট্যময় গানের কথা এবং ইলেকট্রনিক সংগীতের সঙ্গে মিলিয়ে তৈরি এই বিশেষ গান প্রকাশের পরই তা অনেক জনপ্রিয় হয়। বন্ধুরা চলুন, এখন গানটি শুনি। গান ৩

ইন ছু শি থিং কবিতা অনুসারে রচিত গানের জন্য পরিচিত। বন্ধুরা, এখন তারা চীনের বিখ্যাত কবিতা 'তেং কাও উয়াং ইউয়ে' বা 'পাহাড় আরোহণ, পাহাড় দেখা' অনুসারে রচিত একই নামের গান শুনবো। এই কবিতার লেখক চীনের থাং রাজবংশের কবি তু ফু। কবিতায় লেখা হয় তু ফু চীনের সবচেয়ে বিখ্যাত ৫টি পাহাড়ের অন্যতম----হু নান প্রদেশের হ্যং পাহাড়ে ভ্রমণ করার সময় দৃশ্য ও মনের ভাবনা তুলে ধরেন।

বন্ধুরা, এখন এই সুন্দর গান শুনবো। গান ৪

কবিতার পাশাপাশি ই ছু শি থিং প্রাচীন ছবি দিয়ে ধারাবাহিক গান রচনা করেছেন। 'হুই শান শি নিউ থু' বা 'পাখা নেওয়া সুন্দরীরা' চীনের থাং রাজবংশের একটি ছবি, তা সুন্দর রং, সুষ্ঠু কাঠামো ও সুক্ষ্ণ চিত্রের জন্য বিখ্যাত। ছবিতে রাজপ্রাসাদে নারীদের জীবন ফুটিয়ে তোলা হয়। বন্ধুরা, এখন এই ছবি অনুসারে রচিত গান 'শেং শি ই হোং' শুনবো। গান ৫

চীনা সংস্কৃতি নিয়ে ইন ছু শি থিং অনেক গান রচনা করেছে। এসব গানের মধ্যে চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায় সম্পর্কিত ধারাবাহিক গানগুলো খুব জনপ্রিয়। প্রাচীনকালে চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায় প্রধানত কৃষি কাজে ব্যবহৃত হত। বর্তমানে কৃষি কাজ আর সৌরপর্যায়ে নির্ভর করে না। তবে, এর কিছু রীতিনীতি এখনও প্রচলিত রয়েছে। ইন ছু শি থিং এসব সৌরপর্যায়ের রীতিনীতি ও গল্প অনুসারে গান রচনার পাশাপাশি প্রাচীন সংস্কৃতি তুলে ধরে।

বন্ধুরা, এখন ইন ছু শি থিংয়ের চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায় অনুসারে রচিত জনপ্রিয় গান 'মাং চোং' শুনবো। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে ইন ছু শি থিং চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায় নিয়ে রচিত আরও একটি সুন্দর গান 'শরত্কাল' শুনবো। এটি ঐতিহ্যগত চীনা বাদ্যযন্ত্র ও আধুনিক ইলেকট্রনিক সংগীতের সমন্বয়ে তৈরি চীনা বৈশিষ্ট্যময় একটি গান। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040