দ্বিতীয় 'হাইনান দ্বীপ' শীর্ষক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব সানইয়ায় শুরু
  2019-12-02 10:59:16  cri

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও হাইনান প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে দ্বিতীয় 'হাইনান দ্বীপ' শীর্ষক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব গতকাল (রোববার) সানইয়া শহরে শুরু হয়েছে। এবারের উত্সবে প্রথমবারের মতো 'চিন ইয়ে পুরস্কার' স্থাপন করা হয়।

চীনের উপ-প্রচার মন্ত্রী ও সিএমজি'র মহাপরিচালক শেন হাই সিউং এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, নতুন সময়পর্বে চলচ্চিত্রের এক বড় দেশ থেকে শক্তিশালী দেশে পরিণত হওয়ার চেষ্টা করছে চীন। 'হাইনান দ্বীপ' শীর্ষক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবসহ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে সহায়তা দেবে সিএমজি। এ সম্পর্কে তিনি বলেন,

'বিভিন্ন দেশের চলচ্চিত্র সংক্রান্ত কর্মীরা সাগরের মনোভাব নিয়ে 'হাইনান দ্বীপ' শীর্ষক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব এই বিনিময় প্ল্যাটফর্ম সুষ্ঠুভাবে সৃষ্টি করবে বলে আমি আশা করি। এটি বৈশ্বিক চলচ্চিত্র উন্নয়নে বুদ্ধি প্রদান করবে এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলায় আরও বেশি ইতিবাচক ভূমিকা পালন করবে'।

উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এই বিশেষ অংশে চীনা অভিনেতা চাং ইসহ ১২জন চলচ্চিত্র কর্মীরা গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা থেকে বিভিন্ন দশকের শ্রেষ্ঠ চলচ্চিত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী চীনের উন্নয়নের প্রক্রিয়া পর্যালোচনা করেছেন। এ সম্পর্কে চাং ই বলেন,

'গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার বিগত ৭০ বছরে আমাদের ধাপ আরও শক্তিশালী হয়েছে, আমাদের হাসি আরও সমৃদ্ধ হয়েছে, এবং আমাদের আস্থা আরও দৃঢ় হয়েছে। এই সময় আমাদের চলচ্চিত্রের সুফল অর্থাত্ বার্ষিক পরিমাণ ইতোমধ্যেই ৬০০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে।

২০১৮ সালে 'হাইনান দ্বীপ' শীর্ষক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু হয়। এটি চীনে সবচেয়ে তরুণ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। এবারের উত্সবে প্রথমবারের মতো 'চিন ইয়ে পুরস্কার' স্থাপন করা হয়। ৮০টি দেশ ও অঞ্চলের ১৪৯৫টি চলচ্চিত্র এবারের প্রতিযোগিতায় অংশ দেয়। চূড়ান্ত ফলাফল আগামী ৮ ডিসেম্বর এবারের উত্সবের সমাপনী অনুষ্ঠানে প্রকাশিত হবে।

এবারের 'চিন ইয়ে পুরস্কার' শীর্ষক আন্তর্জাতিক নির্বাচন কমিটির চেয়ারম্যান হচ্ছেন কান, ভেনিস ও বার্লিনসহ বহু চলচ্চিত্র উত্সবে সবচেয়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জনকারী ফরাসি বিখ্যাত অভিনেত্রী ইসাবেলা হুপার্ট। এ সম্পর্কে তিনি বলেন

'গত বছর প্রথমবারের 'হাইনান দ্বীপ' শীর্ষক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব আমাদেরকে শক্তিশালী করে তোলে। এই প্রক্রিয়ায় অনেক তরুণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র কর্মীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছে। চলচ্চিত্রের মধ্য দিয়ে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ সংস্কৃতি তুলে ধরা হয়'।

এবারের উত্সবে ৮টি প্রদর্শনী ইউনিট রয়েছে। ৬১টি দেশ ও অঞ্চলের ২ শতাধিক চলচ্চিত্র এতে প্রদর্শিত হবে। তাছাড়া, হাইনান দ্বীপের সামুদ্রিক বৈশিষ্ট্য অনুযায়ী বিনাখরচে সকলের কাছে 'বহিরাঙ্গন সৈকত প্রদর্শন' ব্যবস্থা নিয়েছে উত্সবের কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে এবারের উত্সবের নব্যতাপ্রবর্তন ও শিল্পায়ন তুলে ধরা হবে। দ্বিতীয় 'হাইনান দ্বীপ' শীর্ষক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সাংগঠনিক কমিটির উপ-সচিব সুন সু বলেন, ভবিষ্যতে পর্যায়ক্রমে বিনা খরচে বিভিন্ন ঋতু, বিভিন্ন মূল প্রতিপাদ্য এবং বিভিন্ন দেশ ও অঞ্চলের শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রদর্শিত হবে হাইনানে। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040