চীন-এফএও'র দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার দশম বার্ষিকীর উচ্চ পর্যায়ের সম্মেলন উগান্ডায় অনুষ্ঠিত
  2019-12-02 09:12:25  cri

নভেম্বর ২৯: দু'দিনব্যাপী চীন-জাতিসংঘ খাদ্য সংস্থা (এফএও)-র দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার দশম বার্ষিকীর উচ্চ পর্যায়ের সম্মেলন গত মঙ্গলবার উগান্ডায় অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে 'উত্সাহ, সহিষ্ণুতা ও নব্যতাপ্রবর্তন: দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও ত্রিপক্ষের সহযোগিতা ও সম্ভাবনা'। সম্মেলনে চীন, উগান্ডা ও এফএও ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, দীর্ঘকাল ধরে উগান্ডার দারিদ্রমুক্তকাজে অবদান রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, চীন ও উগান্ডার পুঁজি বিনিয়োগে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম কীভাবে পালন করবে এ সম্পর্কে নিজের মতামতও তুলে ধরেন।

সম্মেলনে অভিনন্দন-বার্তা পাঠান এফএও'র মহাপরিচালক ছু তুং ইয়ু। অভিনন্দন-বার্তায় জাতিসংঘের অবিরাম উন্নয়ন ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে চীন যে অবদান রেখেছে, তার ভূয়সী প্রশংসাও করেন তিনি।

উল্লেখ্য, এফএও'র কাঠামোতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ব্যবস্থায় সর্বপ্রথম অংশগ্রহণকারী দেশগুলোর অন্যতম চীন। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040