নভেম্বর ৩০: ইংল্যান্ড সময় শুক্রবার ভোরে, লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তির পরিচয় জানিয়েছে লন্ডন পুলিশ।
লন্ডন পুলিশ ব্যুরোর সহকারী প্রধান নেইল বসু জানান, অপরাধীর বসয় ২৮; তার নাম উসামা খান। তিনি আরও বলেন, তদন্তে জানা গেছে, সে ছাড়া আর কেউ এ সন্ত্রাসী হামলায় জড়িত ছিল না।
২৯ নভেম্বর বেলা ২টায় লন্ডন ব্রিজের ওপর ওই সন্ত্রাসী হামলা ঘটে। সে সময় পুলিশের গুলিতে উসামা মারা যায়। এ ঘটনায় আরও এক পুরুষ ও নারী নিহত এবং ৩জন আহত হয়।
(আকাশ/তৌহিদ)