সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহর জনপ্রিয় কিছু গান
  2019-11-29 09:30:39  cri

গত অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজও আমরা বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহর জনপ্রিয় কিছু গান শোনাবো। আমরা বলছিলাম শিল্পীর জীবনের গল্প। শাহনাজ রহমতউল্লাহকে ১৯৯২ সালে একুশে পদক দেওয়া হয়। ১৯৯০ সালে 'ছুটির ফাঁদে' ছবিতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়া ২০১৬ সালে 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড' আয়োজনে আজীবন সম্মাননা, ২০১৩ সালে সিটি ব্যাংক থেকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। এ ছাড়া গান গেয়ে আরও অসংখ্য পুরস্কার আর সম্মাননা পেয়েছেন তিনি।

চলুন, তার কিছু গান শুনে নেই।

শুনছিলেন শাহনাজ রহমতুল্লাহর গান। ১৯৭৩ সালে মেজর (অব.) আবুল বাশার রহমতুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিল্পী। এই দম্পতির এক কন্যা ও এক পুত্র রয়েছে। তার বড় ভাই সুরকার আনোয়ার পারভেজ ও ছোট ভাই প্র‍য়াত চিত্রনায়ক জাফর ইকবাল। 'একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়', 'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ', 'এক নদী রক্ত পেরিয়ে', 'আমার দেশের মাটির গন্ধে', 'একতারা তুই দেশের কথা বল রে আমায় বল', ইত্যাদি গানগুলো শিল্পীকে বাংলা সংগীত জগতে অমর করে রাখবে। বন্ধুরা, চলুন তার আরও কয়েকটি গান শুনি।

গত ২৩ মার্চ সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে যান শিল্পী। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আর সেই সঙ্গে শেষ করছি আজকের অনুষ্ঠান।


© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040