সুরের ধারায়—চীনা গায়িকা আ সাং
  2019-11-28 13:32:09  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন গায়িকা আ সাংয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি তার বিশেষ কণ্ঠ এবং বিরহী ও সুন্দর গানের জন্য পরিচিত। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে আ সাংয়ের কিছু সুন্দর গান উপভোগ করবো।

অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে আ সাংয়ের গান 'কোমল করুণা' শুনবো। গানটি হচ্ছে তাইওয়ানের বিখ্যাত সুরকার ছেন সিয়াও সিয়ার প্রতিনিধিত্বকারী একটি গান। গানটি সাধারণ জীবনের ছোট ছোট দুঃখের কথা বলেছে। বর্তমান শহরজীবনে প্রত্যেকে অনেক চাপের মধ্যে থাকে। এই গানে সহজ সেসব অনুভূতি তুলে ধরা হয়েছে।

বন্ধুরা, এখন গান 'কোমল করুণা' শুনবো।

গান ১

আ সাং ১৯৭৫ সালে তাইওয়ানের ইয়ুন লিন জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় গান গাইতে খুব পছন্দ করলেও পরিবারের দারিদ্র্যের কারণে কোনো সংগীতশিক্ষা গ্রহণ করতে পারেন নি। পরিবারের অবস্থার জন্য মাধ্যমিক স্কুল থেকেই তিনি বাইরে খণ্ডকালীন কাজ করতেন। ছোটবেলায় তাকে কঠোর জীবনের মুখে পড়তে হয়। আ সাং একজন আশাবাদী লোক হলেও তার দুঃখের গান মনোমুগ্ধকর হওয়ার এটি একটি কারণ। পরবর্তী জীবনে সংগীতের প্রতি আ সাংয়ের আগ্রহ কখনো মলিন হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আ সাং তাইওয়ানের শিল্পীদলে কাজ করেন। পরে দল থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে ব্যান্ডদল গঠন করেন এবং প্রধান গায়কের ভূমিকা পালন করেন।

গান ২

২০০৩ সালে একটি সংগীত কোম্পানি আ সাংকে আবিষ্কার করে এবং তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। তখন থেকে আ সাংয়ের পেশাদার সংগীতজীবন শুরু হয়। সে বছর আ সাং তার প্রথম অ্যালবাম 'কিছু আহত হয়েছে' প্রকাশ করেন। অ্যালবামে ১০টি দুঃখের প্রেমের গান রয়েছে। আ সাংয়ের কর্কশ কিন্তু আকর্ষণীয় কণ্ঠের সঙ্গে দুঃখের গানের ভীষণ মিল রয়েছে। অ্যালবাম প্রকাশের পরই আ সাংয়ের বিশেষ কণ্ঠ লোকদের আকৃষ্ট করে। তিনিও সেই অ্যালবামের জন্য সে বছরের শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান।

বন্ধুরা, এখন অ্যালবামের একটি সুন্দর গান 'ভালোবাসবো' শুনুন।

গান ৩

বন্ধুরা, গানটি শুনে কেমন লাগলো? এখন ওই অ্যালবামের অন্য একটি জনপ্রিয় গান 'পাতা' শুনবো। গানটি খুব সুন্দর হওয়ায় একটি জনপ্রিয় টিভি নাটকের থিম সং হিসেবে ব্যবহৃত হয়। এজন্য অন্যরা আ সাংয়ের গান শুনতে পছন্দ করে। 'পাতা' গানের কথাগুলো কবিতার মত সুন্দর ও আর সুর খুব কোমল। গানের কথায় বলা হয়: একাকীত্ব হচ্ছে একজনের কার্নিভাল, আর কার্নিভাল হচ্ছে অনেকের নিঃসঙ্গতা। প্রেম সবসময় সহগমন করে; আমি ইতোমধ্যে সহগমনের স্বাদ ভুলে গেছি। আমি একা ভ্রমণ করি, একা বই পড়ি, নিজের সঙ্গে কথা বলি; অবশেষে বুঝতে পারি, আমি তোমাকে হারিয়েছি।

বন্ধুরা, এখন গান 'পাতা' শুনি।

গান ৪

২০০৫ সালে আ সাং তার দ্বিতীয় অ্যালবাম 'নিঃসঙ্গতা গান গাইছে' প্রকাশ করেন। এই অ্যালবামে আ সাংয়ের 'কোমল দুঃখের' সংগীতশৈলী প্রদর্শিত হয় এবং তা আরও পরিপক্ব হয়, সংগীত ধরনও বেশ বৈচিত্র্যময়। অ্যালবামের প্রধান গান 'নিঃসঙ্গতা গান গাইছে' প্রকাশ করতেই তা জনপ্রিয় হয়ে ওঠে। আর পরে তা আ সাংয়ের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়।

বন্ধুরা, এখন আ সাংয়ের গান 'নিঃসঙ্গতা গান গাইছে' শুনুন।

গান ৫

এবার আমরা শুনবো 'নিঃসঙ্গতা গান গাইছে' অ্যালবামের আরও একটি জনপ্রিয় গান। গানের নাম 'সবসময় শান্ত থাকা'। গানে এক ধরনের অবিরাম ভালোবাসার কথা বলা হয়। গানটি অনেক সুন্দর হওয়ায় আ সাং ছাড়াও অন্যান্য গায়ক গানটি গেয়েছেন।

বন্ধুরা এখন গানটি শুনি।

গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আ সাংয়ের আরও একটি সুন্দর গান 'তোমার বিশ্ব' শুনবো। আশা করি তার গান শুনে আপনাদের ভালো লাগবে।

গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040