রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে : বান কি মুন
  2019-11-23 18:26:52  cri
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। মিয়ানমারকেই এ জন্য উদ্যোগ নিতে হবে।

শনিবার রাজধানীতে একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করতে বিশ্বসম্পদ্রায়কেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি চমৎকারভাবে মোকাবেলা করছে বলেও অভিমত ব্যক্ত করেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040