পঞ্চম চীন-পাক অর্থনৈতিক করিডোরের মিডিয়া ফোরাম ইসলামাবাদে অনুষ্ঠিত
  2019-11-23 16:26:01  cri

নভেম্বর ২৩: পাকিস্তানে চীনা দূতাবাস এবং পাকিস্তানের পাক-চীন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পঞ্চম চীন-পাক অর্থনৈতিক করিডোরের মিডিয়া ফোরাম গতকাল (শুক্রবার) ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। চীন ও পাকিস্তানের প্রায় ১৫০ জন মিডিয়া ব্যক্তি ও সরকারি কর্মকর্তা এতে অংশ নেন। তারা দু'দেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা গভীরতর এবং ন্যায়সঙ্গতভাবে করিডোরের নির্মাণ কাজ প্রচার নিয়ে আলোচনা করেন।

ভাষণে পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং দু'দেশের গণমাধ্যমের সহযোগিতার ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তানে চীন-পাক অর্থনৈতিক করিডোরের নির্মাণ কাজের বয়ে আনা অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ সবাই দেখতে পারেন, যা দু'দেশের বিভিন্ন মহলের উচ্ছ্বসিত গুরুত্ব ও সমর্থন পায়।

এ ফোরামে অংশগ্রহণকারী পাক পক্ষের প্রতিনিধিরা বলেন, পাক সরকার ও জনগণ দৃঢ়ভাবে এই করিডোরের নির্মাণ কাজকে সমর্থন করে থাকে। যা পাকিস্তানের আন্তঃসম্প্রাদায়, আন্তঃঅঞ্চল ও আন্তঃমহলের মতৈক্য হয়ে ওঠে। মিডিয়ার সহযোগিতা হলো চীন ও পাকিস্তানের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি অংশ। দু'দেশ মিডিয়া সহযোগিতা জোরদার করে অব্যাহতভাবে সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের বিষয় বৈচিত্র্যময় করে তুলবে এবং নতুন সময়ে দু'দেশের মৈত্রীকে নতুন মানে উন্নীত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040