ইনোভেশন ইকোনমিক ফোরামে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2019-11-22 19:45:09  cri

নভেম্বর ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) গণ-মহাভবনে 'ইনোভেশন ইকোনমিক ফোরামে' অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, আধুনিক যুগে উদ্ভাবন একটি প্রধান ব্যবস্থা। বিশ্ব গত ১০০ বছরে একটি বড় পরিবর্তন দেখেছে এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প রূপান্তরের একটি নতুন শাখা দ্রুত বিকশিত হয়েছে। মানবজাতির সামনে উপস্থিত চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করা প্রয়োজন। চীন ও যুক্তরাষ্ট্র দুটি বড় উদ্ভাবনশীল দেশ। চীন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আরও ভালোভাবে উদ্ভাবন ও সহযোগিতা করে বিশ্বের আরও কল্যাণ করতে চায়।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, ৫০০০ বছরের পুরানো সভ্যতার ইতিহাসসমৃদ্ধ চীন একটি বড় দেশ। ইতিহাসের চারটি বড় উদ্ভাবন মানবসভ্যতার অগ্রগতিতে দুর্দান্ত অবদান রেখেছে। ৭০ বছর আগে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে চীন পৃথিবী-কাঁপানো পরিবর্তন করেছে। আমরা কারও প্রতিস্থাপন নই, কেবল চীনের মর্যাদা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি চীনের উন্নয়নের সম্ভাবনায় সম্পূর্ণ আত্মবিশ্বাসী।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি, মিশরীয় পর্যটনমন্ত্রী এবং জাপানের প্রাক্তন বিদেশি প্রতিনিধিরা এতে কথা বলেছেন। তারা উন্নয়নের ক্ষেত্রে চীনের চোখ-ধাঁধানো সাফল্য এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়ে অনেক কথা বলেন। তারা সবাই বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী সহযোগিতা জোরদার করা এবং সংরক্ষণবাদের বিরোধিতা করেন। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে প্রশংসা করেন সবাই। তারা এতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040