চীনের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2019-11-22 18:42:48  cri

নভেম্বর ২২: আজ (শুক্রবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতকালে প্রেসিডেন্ট সি চিন পিং চীন ও যুক্তরাষ্ট্রের দুটি মহান দেশের মধ্যে সম্পর্ক বিকাশের ক্ষেত্রে কিসিঞ্জারের আন্তরিক অনুভূতি ও ইতিবাচক চেষ্টার প্রশংসা করেন। প্রেসিডেন্ট সি কিসিঞ্জারের দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন কামনা করেন এবং চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে তার আরও অবদান প্রত্যাশা করেন।

প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক একটি সংকটময় মুহূর্তে রয়েছে এবং কিছু সমস্যা ও চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত কৌশলগত ইস্যুতে যোগাযোগ জোরদার করা, ভুল বোঝাবুঝি এড়ানো এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। দু'দেশের ও জনগণের মৌলিক স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত, একে অপরকে সম্মান করা, সহযোগিতা করা এবং উভয়ের জয় নিশ্চিত করা উচিত। চীন-মার্কিন সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নেওয়ার কথাও বলেন সি।

বিগত ৫০ বছরে প্রায় একশ' বার চীন সফরের কথা উল্লেখ করে কিসিঞ্জার বলেন, চীনের অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হয়ে তিনি গর্বিত। বর্তমানে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্ব অনেক বেড়েছে। উভয় পক্ষের কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং মতভেদ এড়িয়ে সমাধান খুঁজে বের করার কথা বলেন তিনি।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040