চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2019-11-22 17:54:31  cri

নভেম্বর ২২: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শুক্রবার) বেইজিংয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে ওয়াং ই বলেন, চলতি বছর চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। কিসিঞ্জার চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। চীন এর উচ্চ পর্যায়ের মূল্যায়ন করে। হেনরি কিসিঞ্জার চীনের ভালো বন্ধু বলে উল্লেখ করেন ওয়াং ই।

ওয়াং ই বলেন, ৪০ বছর পর চীন-মার্কিন সম্পর্ক আবারও নতুন অবস্থার মুখোমুখি হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিবিদ ইচ্ছাকৃতভাবে চীনকে আক্রমণ করছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এটি চীনের স্বার্থেরও বিরোধী এবং সময়ের প্রবণতার পরিপন্থি। চীন দ্বন্দ্বমুক্ত, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং উভয়ের জয় চায় এবং বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায়।

কিসিঞ্জার বলেন, তিনি সবসময় বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদিও বর্তমানে সমস্যা দেখা দিয়েছে, তারপরও মার্কিন জনগণের মূল ধারা এখনও দু'দেশের উন্নত সম্পর্ক চায়। তিনি আশা করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যত পার্থক্যই থাকুক না-কেন, দুই পক্ষ সুদূরপ্রসারী দৃষ্টিকোণ থেকে কৌশলগত সংলাপ ও যোগাযোগ জোরদার করার মাধ্যমে সমস্যা সমাধান করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040