সিরিয়ায় তুর্কি সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-11-22 17:53:04  cri

নভেম্বর ২২: সিরীয় জনগণের ওপর তুর্কি সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ নিন্দা জানায় তারা।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার তুর্কি সামরিক ড্রোন সিরিয়ার উত্তর প্রদেশের রাকা সীমান্তবর্তী শহর তাল আইয়েদের নিকটবর্তী গ্রামে বোমা নিক্ষেপ করে। এতে শিশুসহ পাঁচজন নিহত হয় এবং আরও অনেক লোক আহত হয়। বিবৃতিতে বলা হয়, আস্তানা আলোচনার প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক চুক্তির পরও তুর্কি বাহিনী ও সিরিয়াবিরোধী সমর্থক শক্তিগুলো সিরিয়ার জনগণের ওপর হামলা অব্যাহত রেখেছে। কিন্তু সিরীয় সরকার সিরিয়ার জনগণ, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য চেষ্টা অব্যাহত রাখবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040