চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধানের সাক্ষাত্
  2019-11-22 17:52:09  cri

নভেম্বর ২২: আজ (শুক্রবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান মিসেস জর্জিভা সাক্ষাত্ করেছেন। সি চিন পিং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধানের প্রথম চীন সফরে স্বাগত জানান।

প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে, সংরক্ষণবাদ বৃদ্ধি পাচ্ছে, বহুপক্ষীয় ও অবাধ বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে; তাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছে আন্তর্জাতিক সমাজ। জর্জিভার নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক শাসনব্যবস্থা আরও উন্নত করবে এবং উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির কণ্ঠ জোরদার করবে বলে আশা করেন সি চিন পিং। প্রেসিডেন্ট বলেন, চীন সক্রিয়ভাবে একটি যৌথ-আলোচনা, যৌথ-নির্মাণ ও যৌথ-ভাগাভাগির বিশ্ব প্রশাসনের ধারণা প্রতিষ্ঠা করতে চায়, সংরক্ষণবাদের বিরোধিতা করে এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা গড়তে চায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব বাণিজ্যে সক্রিয় ভূমিকা পালন করবে এবং একটি সুষ্ঠু ও উন্মুক্ত বিশ্ব আর্থিক বাজার গড়ে তুলবে। চীন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চায়।

জর্জিভা গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে অভিনন্দন জানান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার জন্য কাজ করছে এবং তা অব্যাহত থাকবে। চীনের সঙ্গে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন প্রচার করা, "এক অঞ্চল, এক পথ" উদ্যোগে সহযোগিতা বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে ভূমিকা রাখতে চায় আইএমএফ।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040