মার্কিন রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করেছেন ইয়াং চিয়ে ছি
  2019-11-22 15:02:30  cri
নভেম্বর ২২: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় বিদেশবিষয়ক কমিশনের কার্যালয়ের মহাপরিচালক ইয়াং চিয়ে ছি'র সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) বেইজিং সফররত মার্কিন রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা সাক্ষাত করেছেন। ১১তম চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিকদলের সংলাপে যোগ দিতে এ দুটি প্রতিনিধিদল চীন সফর করছেন।

সাক্ষাতের সময় ইয়াং চিয়ে ছি বলেন, বর্তমানে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নের সন্ধিক্ষণে রয়েছে। দু'দেশের রাজনৈতিক দলের মধ্যে বিনিময় খুব গুরুত্বপূর্ণ। চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিকদলের সংলাপের প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে পারস্পরিক সমঝোতা ও বিনিময় বাড়ানো এবং সমন্বয়, সহযোগিতা ও স্থিতিশীলতা এগিয়ে নেওয়া হবে বলে আশা করেন ইয়াং চিয়ে ছি।

প্রতিনিধিরা বলেন, যুক্তরাষ্ট্রের দুটি রাজনৈতিক পার্টি রাজনৈতিক ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করলেও তারা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায়। দু'দেশ যৌথভাবে এ সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনবে বলে আশা করেন তারা।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040