যুক্তরাষ্ট্রের হংকং-সংক্রান্ত বিলের লক্ষ্য হংকংয়ে হাঙ্গামা করা এবং চীনকে বাধা দেওয়া: হংকংয়ের বিভিন্ন মহল
  2019-11-22 15:01:53  cri
নভেম্বর ২২: মার্কিন কংগ্রেসে সম্প্রতি তথাকথিত 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল' গৃহীত হয়। এ প্রসঙ্গে হংকংয়ের বিভিন্ন মহল অভিযোগ করে বলে, এ বিল বাস্তবতা উপেক্ষা করেছে ও সাদাকে কালো করে দেখিয়েছে। বিলটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘনের পাশাপাশি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং প্রকাশ্যে সহিসংতাকারীদের সমর্থন দিয়েছে। এতে এক শ্রেণির মার্কিন রাজনৈতিকের বলদর্পী আচরণ, হংকংয়ে হাঙ্গামা করা এবং চীনকে বাধা দেওয়ার চেষ্টা প্রমাণিত হয়। যুক্তরাষ্ট্রের এ ভুল আচরণে তার নিজেরই ক্ষতি হবে।

হংকংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধিদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, এ বিল প্রকাশ্যে হংকং ইস্যু ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে; তাই এর তীব্র নিন্দা ও বিরোধিতা জানায় চীন। হংকং গণপ্রজাতন্ত্রী চীনের অবিচ্ছেদ্য অংশ। হংকং ইস্যুটি চীনের অভ্যন্তরীণ ইস্যু। এ পরিস্থিতি চীনের সংবিধান ও হংকংয়ের মুল নীতির মাধ্যমে মোকাবিলা করা হবে; কোনো বহিঃশক্তি এতে হস্তক্ষেপ করতে পারবে না।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৫ মাসে হংকংয়ে চরমপন্থিদের সহিংসতায় হংকংবাসীর জানমালের গুরুতর ক্ষতি হয়েছে। ব্যবসায়িক পরিবেশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হংকংয়ের আইনি শাসন, শৃঙ্খলা ও সমৃদ্ধি নষ্ট হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' হংকংয়ের দীর্ঘ স্থিতিশীলতা এবং শহরবাসীর শান্তি রক্ষার শ্রেষ্ঠ উপায়। যুক্তরাষ্ট্র এ বিলের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং, নৌপরিবহন ও বাণিজ্যিক খাতে হংকংয়ের কেন্দ্রীয় অবস্থান ভেঙ্গে ফেলতে চায়। কিন্তু এতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040