মার্কিন সিনেটে হংকং-বিষয়ক বিল উভয়ের জন্য ক্ষতিকর: হংকংয়ের অর্থনীতিবিদ
  2019-11-22 14:40:54  cri
নভেম্বর ২২: সম্প্রতি মার্কিন জাতীয় কংগ্রেসে তথাকথিত 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল' গৃহীত হয়, যা প্রকাশ্যে চীনের অভ্যন্তরীণ ব্যাপার ও হংকং ইস্যুতে হস্তক্ষেপ করেছে। এ সম্পর্কে হংকংয়ের অর্থনীতিবিদ মনে করেন, এ বিল উভয়ের জন্যই ক্ষতিকর। এটি আইনে পরিণত হলে হংকংয়ের ব্যবসার পরিবেশ ধ্বংস হবে এবং হংকংয়ে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থ হুমকির মুখে পড়বে।

হংকং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক লেই তিং মিং বলেন, এ বিল মার্কিন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। হংকংয়ে আর্থ-বাণিজ্যিক নীতি পরিবর্তন হলে ওয়াশিংটনের জন্যও বড় ধরনের ক্ষতি। ৩০ বছর আগে হংকংয়ের পণ্যের বৃহত্তম আমদানিকারক দেশ ছিল যুক্তরাষ্ট্র; তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে বার্ষিক ৫০ কোটি মার্কিন ডলারের হংকং পণ্য রপ্তানি হয়। অর্থাত্ রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

অন্যদিকে হংকংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা ব্যাপক লাভজনক হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে হংকংয়ে সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ছিল ৩৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

এ বিল গৃহীত হওয়ায় 'অতুলনীয় নেতিবাচক প্রভাব' পড়বে বলে উদ্বিগ্ন মার্কিন বাণিজ্য পরিষদ। পরিষদের মহাপরিচালক তারা জসেভ জোর দিয়ে বলেন, এশিয়ার ব্যবসাকেন্দ্র হিসেবে হংকংয়ের অবস্থান অপরিবর্তনীয়।

হংকংয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ওয়েন থিয়ান না মনে করেন, হংকংয়ের ব্যাপক উন্মুক্তকরণ ও শক্তিশালী গতিশীলতার কারণে মার্কিন সরকারের নীতিমালা পরিবর্তন হলে, তার বাজার অন্য দেশ ও অঞ্চলের অর্থ দখল করে নিতে পারে।

সম্প্রতি মার্কিন বাণিজ্য পরিষদের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন শিল্পপ্রতিষ্ঠান মনে করে, হংকংয়ের অস্থিতিশীলতা তাদের ব্যবসায় গুরুতর প্রভাব ফেলেছে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040