চীনের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে চতুর্থ '১+৬ গোলটেবিল সংলাপ' করেছেন
  2019-11-21 19:39:24  cri
নভেম্বর ২১: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সাথে "চতুর্থ ১+৬ গোলটেবিল সংলাপে' যোগ দেন।

লি খ্য ছিয়াং বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতির গভীর ও জটিল পরিবর্তন হচ্ছে। সংরক্ষণবাদ বাড়ছে, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার স্পষ্টতই কমছে, বৈশ্বিক শিল্প চেন ও শ্রম-ব্যবস্থা প্রভাবিত হয়েছে এবং অনিশ্চয়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আর্থিক বিশ্বায়নের যুগে, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যব্যবস্থা গভীরভাবে সুসংহত হয়েছে। প্রতিটি দেশের যৌথভাবে কাজ করা প্রয়োজন। বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে নিয়ম-ভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা হলো আর্থিক বিশ্বায়ন ও অবাধ বাণিজ্যের মূল ভিত্তি। চীন সময়ের সাথে সামঞ্জস্য রেখে অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রয়োজনীয় সংস্কার চায়। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্যান্য সংস্থাগুলোর সংস্কার চায় চীন। চীন সবসময় আন্তর্জাতিক অর্থনৈতিক শাসনব্যবস্থা সংস্কারের একটি সক্রিয় শক্তি বলে উল্লেখ করেন তিনি।

সংলাপে অংশগ্রহণকারী আর্থিক কর্মকর্তারা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে চীনের ইতিবাচক অবদানের ইতিবাচক মূল্যায়ন করেন। তারা বিশ্বাস করেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, বহুপক্ষবাদ ও বাণিজ্য সংরক্ষণবাদের হুমকি মোকাবিলায় সব পক্ষের নীতিগত সমন্বয় জোরদার করা এবং সবুজ ও টেকসই উন্নয়ন প্রচার করা উচিত এবং এভাবে বিশ্বের কল্যাণ হবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040