বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  2019-11-21 18:39:24  cri

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এ দিনে সেনা নৌ ও বিমান বাহিনী দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণের সূচনা করে।

বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি ও তারপর প্রধানমন্ত্রী সশস্ত্রবাহিনীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্র ও সরকার প্রধানের পর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানেরা নিজ নিজ বাহিনীর পক্ষে শিখ অনির্বাণে শ্রদ্ধা জানান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040