চীনা-অর্থায়নের শ্রীলঙ্কার কনফুসিয়াস ক্লাসরুমের প্রথম কোর্স শেষ হলো
  2019-11-19 18:37:31  cri
চায়না মিডিয়া গ্রুপের চীন আন্তর্জাতিক বেতারের শ্রীলঙ্কা রনবিনি ব্রডকাস্টিং কনফুসিয়াস ক্লাসরুম (এরপরে কনফুসিয়াস ক্লাসরুম হিসাবে পরিচিত) এবং চীন কনস্ট্রাকশন কোম্পানির তৃতীয় ব্যুরো চীন কনস্ট্রাকশন কোম্পানির তৃতীয় ব্যুরো শ্রীলঙ্কা কনফুসিয়াস ক্লাসরুম টিচিং পয়েন্ট প্রথম কোর্স ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয়। শ্রীলঙ্কায় চীনা অর্থায়নে প্রথম কনফুসিয়াস শ্রেণিকক্ষ এটি। প্রথম পর্যায়ে ৫০ ঘণ্টা ছিল। এন্টারপ্রাইজের আসল চাহিদা অনুযায়ী কনফুসিয়াস শ্রেণিকক্ষ স্থানীয় অবস্থার উপর ভিত্তি করে একটি প্রশিক্ষণের পরিকল্পনা তৈরি করে। প্রশিক্ষণ সামগ্রীতে সাধারণ চীনা ভাষা, উচ্চারণ, শব্দভাণ্ডার, প্রতিদিনের কথোপকথন, চীনে প্রাথমিক সামাজিক শিষ্টাচার এবং চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি অন্তর্ভুক্ত হয়। ২৫ ঘণ্টা প্রশিক্ষণের পর, প্রকল্পের ২১ জন শিক্ষার্থী চীনা ভাষার মৌলিক দক্ষতা অর্জন করে।

চীন কনস্ট্রাকশন কোম্পানির তৃতীয় ব্যুরোর পার্ল রিভার হোটেল প্রকল্পের আঞ্চলিক প্রকৌশলী নুজকি উত্তেজিতভাবে বলেন: "চীন ভাষা শেখা আমাকে অনেক সাহায্য করেছে এবং আমি চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাবো।"

পরিকল্পনা অনুসারে, ডিসেম্বরের প্রথম দিকে শিক্ষার্থীরা কনফুসিয়াস শ্রেণিকক্ষে আয়োজিত প্রথম স্তরের চীনা দক্ষতা পরীক্ষায় অংশ নেবে। দ্বিতীয় দফার কোর্স এবং আরও উচ্চতর কোর্স আগামী বছর অনুষ্ঠিত হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040