প্রাচীন এথেন্সে চীনের প্রতি আগ্রহ বেড়েছে
  2019-11-24 15:21:03  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, সাম্প্রতিক বছরগুলোতে, চীনের অর্থনীতির পূর্ণ উত্থান এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে চীন ও গ্রিসের মধ্যে সহযোগিতা ও বিনিময়ের গভীরতা বৃদ্ধি পেয়েছে। গ্রিকদের চীনা ভাষা শিখার উত্সাহ ক্রমাগত বাড়ছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলির মধ্যে একটি, বেইজিং থেকে সাত হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এথেন্সে চীনের প্রতি বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে।

"কয়েক বছর আগে, কেউ চীনা ভাষা শেখেনি, এখন অনেক লোক শিখছে।"

"চাইনিজ ভাষা শেখাটা খুব ফ্যাশনেবল।"

এথেন্সের কনফুসিয়াস ইনস্টিটিউট এথেন্সের একমাত্র কনফুসিয়াস ইনস্টিটিউট। এখানে চীনা ভাষা অধ্যয়নরত গ্রিক শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন যে, বর্তমানে গ্রিসের অনেক মানুষ চীনা ভাষা শিখছে এবং এথেন্সে "চাইনিজ ফিভার" বেশ জমে উঠছে।

এথেন্সের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা প্রধান ইয়েন হংকওয়েই বলেন, ২০০৯ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে এথেন্সের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সাল পর্যন্ত, নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এথেন্সের কনফুসিয়াস ইনস্টিটিউটে চাইনিজ ভাষার শেখার ক্লাসে কোনো আসন খালি থাকে না। কনফুসিয়াস ইনস্টিটিউটের একজন চীনা শিক্ষক ঝেং সিচেন বলেন, আরও অনেক বেশি গ্রিক রয়েছে যারা চাইনিজ শিখতে চায়। স্কুলে চীনা ভাষার পাঠ্যক্রমগুলি খুব জনপ্রিয় এবং সরবরাহ কম। ভাষা শিক্ষার প্রতি শিক্ষার্থীদের উত্সাহ খুব বেশি।

চীনা শিক্ষক ঝেং সিচেন বলেন, প্রকৃতপক্ষে, এই বছর, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গ্রেড (কোর্স)-সহ অনেক শিক্ষার্থী আছে। তারা পড়াশোনার জন্য চীনে যেতে চাইছে। কিন্তু আমরা সত্যিই ক্লাসে আর লোক নিতে পারছি না। আসলে, যখন আমরা প্রথম শ্রেণিটি চালু করি, তখনই সব আসন পূর্ণ ছিল। প্রথম ক্লাস শেষ হওয়ার পর, শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞাসা করে, 'শিক্ষক, আমার এক বন্ধু আছে, যে ক্লাসে আসতে চায়, আপনি কি তাকে গ্রহণ করতে পারবেন?

এথেন্সের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষায় পড়াশোনা করা বেশিরভাগ শিক্ষার্থীই অফিস কর্মী। তাদের চাইনিজ ভাষা জানার মান সমান নয়। তবে, চীনা ভাষা ও চীনা সংস্কৃতির তাদের প্রচুর উত্সাহ রয়েছে।

মারিয়া একজন গ্রিক সংগীতশিল্পী। তিনি চীনা সংস্কৃতির প্রেমে পড়ে স্কুল নৃত্য গোষ্ঠীর সঙ্গে চীনে এসেছিলেন এবং চীনাদের সঙ্গে তার সম্পর্ক শুরু করেছিলেন। তিনি বলেন,

"চীন ভ্রমণের সঙ্গে সম্পর্কিত সব কিছুই আমার মনে রয়েছে। আমরা রাজপ্রাসাদ জাদুঘরে গিয়েছিলাম, আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, গ্রেট ওয়াল গিয়েছিলাম এবং জিউশুই স্ট্রিটে গিয়েছিলাম। আমার অনেক চীনা বন্ধু আছে। আমি চীনা ভাষাতেও ১ থেকে ১০ পর্যন্ত বলা শিখেছিলাম। দেশের ফিরে আসার পর, আমি চীনা ভাষা শিখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এটি আমার খুব ভালো লেগেছে।"

পাঁচ বছর ধরে চীনা পড়াশুনা করা নিক একজন গ্রিক সেনা। তার দৃষ্টিতে, চীনা ভাষার শব্দগুলো অনেক আকর্ষণীয় এবং চীনা শেখা তার জীবনের সবচেয়ে বড় শখ হয়ে উঠেছে। তিনি বলেন, "চীনা ভাষা খুব আকর্ষণীয়। তাই, চাইনিজ শেখা খুব সুন্দর, ছবির মতো। চীনা ভাষা শেখা আমার শখ। চীনা ভাষা শেখাই আমাকে চীনের সংস্কৃতি বুঝতে সাহায্য করেছে। আমি কুংফু পছন্দ করি, আমি সত্যই মার্শাল আর্ট এবং থাই চি অনুশীলন করতে পছন্দ করি।

সাম্প্রতিক বছরগুলিতে, চীন ও গ্রিসের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা আরও গভীর হওয়ার পাশাপাশি চীনা জনগণের সঙ্গে যোগাযোগের চাহিদাও বাড়ছে। সাবলীল চীনা ভাষায় কথা বলতে সক্ষম হওয়ার অর্থ আরও ভালো চাকরির সুযোগ। অনেক গ্রিক যারা চাইনিজ অধ্যয়ন করেন তাদের কাছে চীনা ভাষা শেখে। এটা কেবল শখ নয়, তাদের পৃথক কর্মক্ষেত্রের প্রতিযোগিতা বাড়ানোর কার্যকর উপায়।

গ্রিক স্থানীয়দের ক্রমবর্ধমান চীনা ভাষা শেখার চাহিদা মেটাতে, এথেন্সের কনফুসিয়াস ইনস্টিটিউট ২০১৬ সাল থেকে প্রতিবছর ৩৩ টি চাইনিজ ক্লাস চালু করে। কর্মক্ষেত্রের চাহিদার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ব্যবসায় চাইনিজ কোর্স।

অলিন একজন সংস্থার হোয়াইট কলার কর্মী। ছোটবেলা থেকেই তিনি চাইনিজ কুংফু ছবির প্রতি আগ্রহী। তিনি বলেন, আরও বেশি সংখ্যক লোক চীনা ভাষা শিখতে চায়। আবার আরও বেশি সংখ্যক গ্রিক সংস্থাগুলির চীনের সাথে ব্যবসায়িক লেনদেন হয় এবং অনেক চীনা মানুষ বিনিয়োগের জন্য গ্রিসে আসে। আপনি যদি চীনা জানেন, তবে আপনার কাজের পছন্দগুলি আরও বেশি হবে, তাই আমি চাইনিজদের সাথে যোগাযোগ করার জন্য একটি চাকরি খুঁজে পেতে চাইনিজ শিখতে চাই।

এথেন্সের "চাইনিজ ফিভার"-এর উষ্ণতা ও "চীনা ফিভার" অবিচ্ছেদ্য। চীনা ভাষা শেখার গ্রিক শিক্ষার্থীরা সাংবাদিকদের বলে যে তারা চীনের ভবিষ্যতের উন্নয়নের প্রতি আস্থা নিয়ে পূর্ণ।

গ্রিক শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি জানান, গ্রিসে দুটি কনফুসিয়াস ইনস্টিটিউট চালু করা হয়েছে এবং তৃতীয় কনফুসিয়াস ইনস্টিটিউটও প্রস্তুত রয়েছে। এ ছাড়া, গ্রিক শিক্ষা মন্ত্রণালয় ২০১৩ সালে এথেন্স বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক উচ্চ বিদ্যালয় এবং এথেন্সের দ্বিতীয় পরীক্ষামূলক উচ্চ বিদ্যালয়ে চারটি চীনা ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সেই থেকে, চীনা ভাষাও একটি কোর্সে পরিণত হয়েছে যা ব্রিটিশ, ফরাসি, জার্মান এবং জাপানি পরে গ্রিক মাধ্যমিক স্কুলের ভাষার ভাষা শিক্ষার পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040