চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক দলের সংলাপ বেইজিংয়ে অনুষ্ঠিত
  2019-11-18 18:54:30  cri
নভেম্বর ১৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে 'চীন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের ১১তম সংলাপ' আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি, গণতান্ত্রিক পার্টি ‌ও গুরুত্বপূর্ণ থিংকট্যাংক, শিল্পপ্রতিষ্ঠান এবং চীনের কেন্দ্রীয় নীতিবিষয়ক গবেষণা কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের প্রায় ৫০জন দেশি বিদেশি প্রতিনিধি এই সংলাপে অংশ নেন। তারা 'চীন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল এবং চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক' থিম নিয়ে আলোচনা করেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী সোং থাও সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও ভাষণ দেন। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছরের মধ্যে একদিকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে, অন্যদিকে নতুন চ্যালেঞ্জও সামনে এসেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা ও উন্নয়ন শুধু দু'দেশের জন্যই নয়, বরং বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। এই সংলাপ ব্যবস্থার মাধ্যমে দু'দেশের সম্পর্ক উন্নত হবে এবং দু'দেশের জনগণের জন্য তা আরও বেশি কল্যাণ বয়ে আনবে। এতে মানবজাতির সুন্দর ভবিষ্যত তৈরিতে অনেক অবদান রাখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। (লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040