কার্গো বিমানে চীন, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আসছে মঙ্গলবার : বাণিজ্যসচিব
  2019-11-18 18:50:52  cri
চীন, মিশর ও তুরস্ক থেকে কেনা পেঁয়াজের প্রথম চালান মঙ্গলবার কার্গো বিমানে করে দেশে পৌঁছবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, এলসির মাধ্যমে সমুদ্রপথে পেঁয়াজ আমাদানিতে দেড় মাস সময় লেগে যায়। তাই কার্গো বিমানে করে পেঁয়াজ আমাদানি করা হচ্ছে। বাণিজ্যসচিব জানান, মিয়ানমার পেঁয়াজের রপ্তানিমূল্য ৪ গুণ বাড়িয়ে দেয়ায় আপদকালীন সমস্যা নিরসনে অন্য দেশ থেকে বিমানে পেঁয়াজ আমাদানির এ সিদ্ধান্ত নেয় সরকার।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040