চীন-মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2019-11-18 16:55:10  cri
নভেম্বর ১৮: আজ (সোমবার) সকালে থাইল্যান্ডের ব্যাংককে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং হ্য ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বৈঠক করেছেন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান সোমবার ব্যাংককে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, এবারের বৈঠক বেশ গঠনমূলক হয়েছে। দুই প্রতিরক্ষামন্ত্রী চীন ও মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছেন এবং বেশ কিছু বিষয়ে মতৈক্য পৌঁছেছেন। দু'পক্ষ জানায়, চীন-মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক হলো দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। দু'দেশের বাহিনীর সুষ্ঠু এবং স্থিতিশীল সম্পর্ক উন্নয়ন শুধু দু'দেশ এবং দু'দেশের বাহিনীর জন্যই নয়, বরং তা আঞ্চলিক ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রেও সহায়ক হবে।

উ ছিয়ান আরও বলেন, চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং হ্য তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং হংকংসহ বিভিন্ন বিষয়ে চীনের অবস্থান পুনরায় তুলে ধরেন। চীন শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ান সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছে, চীন 'স্বাধীন তাইওয়ানের' অনুমোদন দেবে না। চীন যুক্তরাষ্ট্রকে সঠিকভাবে তাইওয়ান ইস্যুটি সমাধান করা এবং তাইওয়ান প্রণালীর পরিস্থিতি অস্থিতিশীল না করার দাবি জানায়। চীন দৃঢ়ভাবে দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্ব রক্ষা করবে।

(শুয়েই/তৌহিদ/লাবন্য)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040