আফ্রিকায় উদ্যোক্তাদের প্রতিযোগিতায় অঞ্চলটির যুবক শিল্পপতিদের চেতনা সৃষ্টি হয়
  2019-11-18 15:28:03  cri
নভেম্বর ১৮: চীনের মা ইয়ুন (জ্যাক মা) তহবিল ও আলিবাবা তহবিলের যৌথ উদ্যোগে আফ্রিকার উদ্যোক্তাদের প্রতিযোগিতা ও প্রতিযোগিতার ফাইনাল ঘানার রাজধানী আক্রায় শেষ হয়েছে। ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদো, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন, ঘানায় চীনের রাষ্ট্রদূত ওয়াং শি থিং এতে উপস্থিত ছিলেন। তুমুল প্রতিযোগিতার পর ১০জন উদ্যোক্তা ফাইনালে মা ইয়ুন'র উদ্যোক্তা তহবিলের দেওয়া ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার পান।

গত ফেব্রুয়ারি মাসে মা ইয়ুনের আফ্রিকায় উদ্যোক্তা তহবিল প্রকল্প শুরু হয়। এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে আগামী দশ বছরে আফ্রিকায় যুবক উদ্যোক্তার উন্নয়ন করতে ১ কোটি মার্কিন ডলার অর্থ দেওয়া। এবার ১০জন বিজয়ী মিশর, নাইজেরিয়া, লাইবেরিয়া, রুয়ান্ডা ও আইভরিকোস্ট থেকে আসেন। তারা কৃষি, চিকিত্সা, মেকআপ, জুতা প্রক্রিয়াজাত ও প্রযুক্তিগত সরঞ্জামসহ নানা ক্ষেত্রে কর্মরত আছেন। উদ্যোক্তাদের সম্মেলন নিয়ে আলিবাবার প্রধান প্রতিষ্ঠাতা মা ইয়ুন ফাইনালের আগে বলেন, আফ্রিকায় সম্পদ ও সুযোগের অভাব নেই, বরং এক শ্রেণির যুবকের অনুসন্ধান, আবিষ্কার ও নব্যতাপ্রবর্তন প্রয়োজন।

তিনি বলেন,

'এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পপতি আফ্রিকার উদ্যোগ সৃষ্টির বীজ। তাদের মাধ্যমে আরও মানুষকে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে সজাগ করবে। তাদের সাফল্যে আফ্রিকার নতুন পরিবেশ সৃষ্টি হবে বলে আমরা আশা করি।

ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদো আফ্রিকায় মা ইয়ুনের উদ্যোক্তা তহবিল সৃষ্টিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ দিন আফ্রিকার উদ্যোক্তা সম্মেলনের পর তিনি সন্ধ্যায় আফ্রিকার উদ্যোক্তাদের প্রতিযোগিতার ফাইনালে প্রতিযোগীদের উত্সাহিত করতে যান। তিনি বলেন,

'আমরা আফ্রিকা প্রতিষ্ঠার জন্য একসাথে প্রচেষ্টা চালাই, যাতে পরবর্তী প্রজন্মকে সম্পত্তি দেওয়া যায়। আমরা এ সুযোগ হারাতে পারি না। আফ্রিকায় শিল্পপতি চেতনা উন্নয়ন করতে হয়। শিল্পপতির দক্ষতা গড়ে তোলা এবং বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। আমি আস্থাবান যে, একটি সমৃদ্ধ ও আত্মবিশ্বাসী ঘানা ও আফ্রিকা গড়ে তোলা হবে। সবার প্রতি আমি বিশ্বের অন্য অঞ্চলে বিনিয়োগ ও বাণিজ্য যোগাযোগ জোরদার করে আফ্রিকা পরিবর্তনের দাবি করি।

আফ্রিকার ৫০টিরও বেশি দেশের ১০ হাজার প্রতিযোগীকে পরাজিত করেন ১০জন উদ্যোক্তা। তাদের মধ্যে নাইজেরিয়ার নারী উদ্যোক্তা তেমিয়ে গিয়া-তুবোসুন চ্যাম্পিয়ন হন। তার প্রতিষ্ঠানের নাম 'প্রাণ ব্যাংক'। প্রতিষ্ঠানটি চিকিত্সার সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটি ডেটা ও প্রযুক্তির মাধ্যমে টিকিত্সকদের গুরুত্বপূর্ণ চিকিত্সা পণ্য অনুসন্ধান করতে সাহায্য করে। তাতে নাইজেরিয়ার ৫৩০০জনের প্রাণ বাঁচানো হয়। গিয়া বলেন,

'আমি সত্যি খুব উদ্দীপ্ত। কারণ, আমি বরাবরই বিশ্বাস করে আসছি যে, আফ্রিকার নারীদের সুপ্রসারিত স্বপ্ন থাকা উচিত। আফ্রিকার নারীরা এরকম হতে যাচ্ছেন। আর যে, ২০১৯ সালে আফ্রিকার বিজনেস বীর একজন আফ্রিকান নারী, তাতে আমি আরও উদ্দীপ্ত। আমার গল্প নতুন প্রজন্মের নারীদের উদাহরণ দিয়ে যাবে। তারা নানা সমস্যা সমাধান পরিচালনা করবেন এবং অব্যাহতভাবে দৃষ্টান্ত স্থাপন করবেন।

জানা গেছে, এ প্রতিযোগিতার কর্তৃপক্ষ 'আফ্রিকার বিজনেস বীর' শিরোনামে টিভি প্রোগ্রাম তৈরি করবে। (রুবি/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040