ঐক্যবদ্ধভাবে সহিংসতার বিরোধিতা করলে হংকংয়ের সুন্দর ভবিষ্যত্ সম্ভব হবে: হংকংয়ের বিভিন্ন মহল
  2019-11-18 15:21:01  cri
নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি হংকং পরিস্থিতি নিয়ে চীন সরকারের কঠোর অবস্থান ব্যাখ্যা করেছেন। হংকংয়ের বিভিন্ন মহল গতকাল (রোববার) জানায়, প্রেসিডেন্ট সি'র ভাষণকে নির্দেশনা হিসেবে মেনে নিয়ে হংকংয়ের উচিত ঐক্যবদ্ধভাবে সহিংসতার বিরোধিতা করা, যাতে আরও ভালোভাবে সমাজের সমৃদ্ধি ও জনগণের কল্যাণ করা যায়।

চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী সদস্য, হংকংয়ের ফুচিয়ান কমিউনিটির অবৈতনিক চেয়ারম্যান উ লিয়াং হাও বলেন, প্রেসিডেন্ট সি'র ভাষণ প্রমাণ করেছে যে, কেন্দ্রীয় সরকার হলো হংকংয়ের শক্তিশালী সমর্থক। কেন্দ্রীয় সরকার হংকংয়ের বিশৃঙ্খল উপেক্ষা করবে না। কেন্দ্রীয় সরকারের সর্বাত্মক সমর্থন নিশ্চয়ই হংকংয়ে সহিংসতা বন্ধ করবে। তিনি বিশ্বাস করেন, হংকংয়ের বিভিন্ন মহল ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখবে, শৃঙ্খলা পুনরুদ্ধার করবে এবং যৌথভাবে নিজের বাসস্থান রক্ষা করবে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, হংকং দ্বীপের বিভিন্ন মহলের কমিশনের উপ-পরিচালক ইয়ে চিয়ান মিং উল্লেখ করেন, প্রেসিডেন্ট সি'র ভাষণ সারা বিশ্বে হংকং সমস্যার সত্যতা তুলে ধরেছে, হংকংবিরোধী শক্তির অন্যায় দাবি ভেঙে দিয়েছে। তিনি আশা করেন, হংকংয়ের বিভিন্ন মহল সতর্কতার সঙ্গে চিন্তা করবে। বর্তমানে দাঙ্গাকারীরা উন্মত্ত অবস্থায় আছে, যদি তাদের সহিংসতা প্রতিরোধ করা না যায়, তাহলে হংকংয়ে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

(শুয়েই/তৌহিদ/লাবন্য)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040