হংকং সমস্যা সমাধানের তিনটি প্রস্তাবে দৃঢ়ভাবে সমর্থন: সিআরআই সম্পাদকীয়
  2019-11-18 11:47:21  cri
নভেম্বর ১৮: সম্প্রতি ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতৃবন্দের একাদশ বৈঠক চলকালে হংকং সমস্যার অবস্থান ব্যাখ্যা করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি জোর দিয়ে বলেছেন, সহিংসতা বন্ধ করা ও শৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে হংকংয়ের সবচেয়ে জরুরি কার্যক্রম। হংকংয়ের নির্বাহী কর্মকর্তা স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিয়ে আইন অনুসারে প্রশাসন করা, হংকং পুলিশের কঠোর আইন প্রয়োগ এবং হংকংয়ের আইন বিভাগ আইন অনুসারে হিংসাত্মক অপরাধীদের শাস্তি দেওয়ায় দৃঢ় সমর্থন দেবে বেইজিং। এ তিনটি উদ্যোগে স্পষ্টভাবে চীনের কেন্দ্রীয় সরকারের অবস্থান প্রকাশ করেছে এবং হংকং সমস্যা সমাধানে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে।

গত ৫ মাসের মধ্যে হিংসাত্মক অপরাধীরা 'হংকং বিচ্ছিন্নতাবাদী পন্থি' ও বিদেশি শক্তির উস্কানিতে যাতায়াত ব্যবস্থায় বাধা দেওয়া, ভাংচুর ও অগ্নিসংযোগ করা এবং স্থানী পুলিশকে আঘাত করে। সম্প্রতি তাদের হামলায় একজন বেসামরিক নাগরিক প্রাণও হারিয়েছেন। অবৈধভাবে বিশ্ববিদ্যালয় দখল করা এবং দেশপ্রেমিকদের আঘাত হানাসহ বিভিন্ন হিংসাত্মক আচরণ অগ্রহণযোগ্য। যে কোনো দেশ বা সমাজ এমন আচরণ কোনোভাবেই সহ্য করবে না।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার চরম হিংসাত্মক অপরাধ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালন করেছে এবং সমাজের স্থিতিশীলতার রক্ষায় ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। হংকং পুলিশ সবসময় চরম হিংসাত্মক অপরাধ প্রতিরোধ ও হংকংয়ের সামাজিক নিরাপত্তার রক্ষায় ভূমিকা পালন করে থাকে।

সহিংসতাকারীদের আঘাত ও ইচ্ছাকৃতভাবে অপবাদ মোকাবিলায় হংকং পুলিশের সাথে ১৪০ কোটি চীনা মানুষ আছেন, চীনের সর্বোচ্চ নেতাও তাদের দৃঢ় সমর্থন দেন।

আইন প্রশাসন হংকং সমাজের কেন্দ্রীয় মূল্যবোধ। আইন লঙ্ঘন করার পর শাস্তি না দিলে আইনের মর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়। চীনের ভূভাগে এমন ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আইন লঙ্ঘনকারী, গুরুতরভাবে সামাজিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বিধ্বস্তকারী এবং 'এক দেশ, দুই ব্যবস্থা' লঙ্ঘনকারীর যে কোনো আচরণ সহ্য করবে না চীন।(সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040