'বেইজিংয়ের শীতকাল'
  2019-11-18 10:25:01  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের হংকংয়ের নারী কণ্ঠশিল্পী ছেন হুই স্যিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৫ সালের ২৮ জুলাই হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে শ্রেষ্ঠ চীনা স্বর্ণ সংগীত প্রতিযোগিতার নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কণ্ঠে 'সবার স্বপ্ন আছে' শীর্ষক গান। আপনার স্বপ্ন কী এবং সে-স্বপ্ন বাস্তবায়িত হয়েছে কী? আশা করি, আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং বন্ধুদের জীবন হবে সুখের।

চলুন তাহলে, আমরা একসঙ্গে গানটি শুনি।

বন্ধুরা, শুনছিলেন ছেন হুই স্যিয়ানের কণ্ঠে 'প্রত্যেকের স্বপ্ন আছে' শীর্ষক গান। ১৯৮৫ সালে তিনি 'ফুলের দোকান' শীর্ষক গান গেয়ে হংকংয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮৮ সালে তিনি প্রথম ক্যান্টোনিজ ভাষায় অ্যালবাম প্রকাশ করেন। কিন্তু ১৯৮৯ সালে তিনি সংগীতজগত ত্যাগ করার ঘোষণা দেন। এখন আমি আপনাদেরকে শোনাবো তাঁর কণ্ঠে 'তুষার পড়ছে' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন হুই স্যিয়ানের কণ্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে জাপানের একজন নারী কণ্ঠশিল্পীর গান শোনাবো। তাঁর নাম ইউকো হারা। তিনি একজন কণ্ঠশিল্পী ও নাট্য অভিনেত্রী। ২০১৪ সালে তিনি কার্টুনের চরিত্রে শব্দ দেওয়া শুরু করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে 'ভ্রমণের পথ' শীর্ষক গান শোনাবো। গানটি প্রথম গেয়েছেন হংকংয়ের নারী কণ্ঠশিল্পী ছেন হুই স্যিয়ান। আশা করি, বন্ধুরা ইউকো হারা'র কণ্ঠে জাপানি ভাষার এ গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন জাপানের নারী কণ্ঠশিল্পী ইউকো হারার কণ্ঠে একটি গান। এখন আমি আপনাদেরকে কণ্ঠশিল্পী ইউ দংয়ের কণ্ঠে গান শোনাবো। তিনি ১৯৭২ সালের ৩ নভেম্বরে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন লোক সংগীত শিল্পী ও সংগীত প্রযোজক। ১৯৯৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত প্রযোজকের কাজ শুরু করেন। ১৯৯৪ সালে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। একই বছরের অগাস্ট মাসে তিনি কণ্ঠশিল্পী হিসেবে গান শুরু করেন। ১৯৯৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। সেই বছর তাঁর গান চীনা সংগীতের তালিকায় প্রথম স্থানে ছিল এবং তিনি শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে 'বেইজিংয়ের শীতকাল' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইউ দংয়ের কণ্ঠে 'বেইজিংয়ের শীতকাল' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে প্রবীণ নারী কণ্ঠশিল্পী ইউয়ান চেংয়ের কণ্ঠে গান শোনাবো। তিনি চীনের থিয়ানচিনে জন্মগ্রহণ করেন। তিনি একজন লোকসংগীত শিল্পী। তিনি গত শতাব্দীর ৮০দশকে চীনে খুবই জনপ্রিয় ছিলেন। পরে তিনি সংগীত জগত থেকে বিদায় নেন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এখন শোনাবো তাঁর কণ্ঠে 'সীমান্তের জল পরিষ্কার ও মিষ্টি' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা চীনা লোকসংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইউয়ান চেংয়ের কণ্ঠে 'সীমন্তের জল পরিষ্কার ও মিষ্টি' শীর্ষক গান। এখন আমি চীনের হংকংয়ের আরেকজন কণ্ঠশিল্পী চাং দ্যে লানের পরিচয় তুলে ধরবো। তিনি ১৯৬০ সালের ১০ নভেম্বরে হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন প্রবীণ নারী কণ্ঠশিল্পী। তিনি ছোটবেলা থেকেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তাঁর গান হংকংয়ে এখনো খুবই জনপ্রিয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে 'বসন্তকালে দৃশ্য সুন্দর' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040