'অবশ্যই সুখী হবে'
  2019-11-18 10:21:45  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে শিল্পী ইয়াং মি'র পরিচয় জানাবো। তিনি ১৯৮৬ সালের ১২ সেপ্টেম্বর বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন নারী কণ্ঠশিল্পী, অভিনেত্রী এবং চলচ্চিত্র ও টিভি সিরিজের প্রযোজক। ২০০৫ সালে তিনি বেইজিং ফিল্ম একাডেমির পারফরম্যান্স বিভাগে লেখাপড়া শুরু করেন। অনুষ্ঠানের শুরুতেই শুনুন তাঁর কণ্ঠে 'অবশ্যই সুখী হবে' শীর্ষক গানটি। এ গান ২০১৩ সালে মুক্তি পায়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। ইয়াং মি এই টিভি সিরিজের প্রধান অভিনেত্রী।

আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইয়াং মি'র কণ্ঠে 'অবশ্যই সুখী হবে' শীর্ষক গানটি। ২০০৬ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ২০০৮ সালে তিনি ২৪তম চায়না গোল্ডেন ঈগল টিভি আর্ট ফেস্টিভালের দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় নারী অভিনেত্রীর মনোনয়ন লাভ করেন। এখন শোনাবো ইয়াং মি'র কণ্ঠে 'ভালবাসার সমর্থন' নামের গান। গানটি ২০১২ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। ইয়াং মি এ টিভি সিরিজে অভিনয় করেছেন। গানটিতে প্রাচীন চীনা সংগীতের বৈশিষ্ট্য পাওয়া যায়।

আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা, শুনলেন ইয়াং মি'র কণ্ঠে দু'টি গান। এখন আমি আপনাদেরকে নারী কণ্ঠশিল্পী স্যুয়ান স্যুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৮ সালের ২৯ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও এমভি'র এডিটর। তিনি আগে ছিলেন বেবি কিউ নামের একটি নারী গ্রুপের সদস্য। ২০০৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদন জগতে প্রবেশ করেন। ২০১০ সালে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় করে সারা চীনে জনপ্রিয় হয়ে উঠেন। আজকের অনুষ্ঠানে শোনাবো তাঁর 'ঐন্দ্রজালিক' গানটি।

আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যুয়ান স্যুয়ানের কণ্ঠে 'ঐন্দ্রজালিক' গান। এখন আমি আপনাদেরকে প্রবীণ নারী কণ্ঠশিল্পী ইউ শু চেনের কণ্ঠে একটি গান শোনাবো। তিনি ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি হলেন জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী। তিনি একজন শ্রমিক ছিলেন। ১৯৫৬ আলে তিনি থিয়ানচিনয়ের শ্রমিকদের অপেশাদার অনুষ্ঠানে পরিবেশনা করে ওই শহরে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি। গত শতাব্দীর ৮০ দশকে তাঁর গান চীনে খুবই জনপ্রিয় ছিল। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে 'আমাদের জীবন সূর্যালোকে ভরপুর' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইউ শু চেনের কণ্ঠে 'আমাদের জীবন সূর্যালোকে ভরপুর' শীর্ষক গান। এখন আমি নারী কণ্ঠশিল্পী ইউ জিংয়ের পরিচয় তুলে ধরবো। তিনি ১৯৬৯ সালের ৩ ডিসেম্বর কুইচৌ প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি চীনের কেন্দ্রীয় টিভি কেন্দ্রের ষষ্ঠ জাতীয় যুব কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন। তিনি চীনে আয়োজিত বেশি কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর 'লৌলান মেয়ে' শীর্ষক গান শোনাবো। গানটি চীনের উইগুর জাতির লোকসংগীত।

আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইউ জিংয়ের কণ্ঠে 'লৌলান মেয়ে' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের একজন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিবো। তিনি হলেন লি রুই এন। তিনি ১৯৭৩ সালের ১৮ ফেব্রুয়ারি মাসে হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। ১৯৯০ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদন জগতে প্রবেশ করেন। ১৯৯২ সালে তিনি টিভি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৩ তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি হংকংয়ের একাদশ গোল্ডন মেলডি অ্যাওয়ার্ডের 'শ্রেষ্ঠ ম্যান্দারিন ভাষার অ্যালবামের' পুরস্কার লাভ করে। আজকের অনুষ্ঠানে শুনুন তার 'বর্ষাকাল আসবে না' শীর্ষক গান।

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040