শতাধিক সশস্ত্র বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে প্যারিস পুলিশ
  2019-11-17 15:19:37  cri
নভেম্বর ১৭: শনিবার প্যারিস, নান্তে ও লিওনস্‌সহ বেশ কয়েকটি শহরে ফ্রান্সের 'ইয়েলো ভেস্ট' আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় গুরুতর সংঘর্ষ হয়েছে। এদিন প্যারিসের পুলিশ ১৪৭জন সশস্ত্র বিক্ষোভকারীকে গ্রেফতার করে।

ফ্রান্সের 'ল্য ফিগারো' পত্রিকা জানায়, কোনো কোনো বিক্ষোভকারী দোকান, ব্যাংক, হোটেল ও অন্যান্য পাবলিক স্থাপনা নষ্ট করে। পুলিশ তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় তাদের সঙ্গে গুরুতর সংঘর্ষও হয়। প্যারিস ডি ইতালিতে সশস্ত্র তত্পরতা বাড়তে থাকায় পুলিশ সেখানে মিছিল করার অনুমোদন বাতিল করে দেয়।

মিছিলের নেতিবাচক প্রভাবে প্যারিস শহরের কেন্দ্রে বেশ কয়েকটি মেট্রো স্টেশন অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ নভেম্বর ফ্রান্সে 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয়। সরকারের জ্বালানি ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ জানায় তারা। আন্দোলনের অংশ হিসেবে প্রতি শনিবার বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বেশ কয়েকবার গুরুতর ভাঙচুর ও পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষও হয়।

তবে, এ আন্দোলন দমনে ফ্রান্স সরকার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করে। এতে 'ইয়েলো ভেস্ট' আন্দোলন বিপুলভাবে কমে যায় বলে দাবি করে স্থানীয় গণমাধ্যমগুলো।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040