হংকংয়ের দাঙ্গাহাঙ্গামার উস্কানিমূলক দোষ এড়াতে পারে না পশ্চিমা গণমাধ্যম ও রাজনীতিবিদরা
  2019-11-15 15:23:12  cri
নভেম্বর ১৫: ১৩ নভেম্বর হংকংয়ের এফইএইচডি'র (খাদ্য এবং পরিবেশগত স্বাস্থ্য বিভাগ) একজন প্রবীণ কর্মী বিশ্রামের সময় সহিংসতাকারীদের হামলায় মাথায় আঘাত পান এবং ১৪ নভেম্বর রাতে মৃত্যুবরণ করেন। অর্থাত্ হংকংয়ের আইন সংশোধনী দাঙ্গাহাঙ্গামার পর প্রথম বেসামরিক নাগরিক প্রাণ হারালেন।

অন্যদিকে হংকংয়ে সহিংসতাকারীদের অগ্নিসংযোগ আর বেসামরিক নাগরিকদের উপর আঘাত হানা আচরণ সম্পর্কে ভুল তথ্য সম্প্রচার করা পশ্চিমা গণমাধ্যম যেমন বিবিসি, সিএনএন আর 'নিউইয়র্ক টাইমস পত্রিকা' শান্তভাবে তথাকথিত 'গণতান্ত্রিক মিছিল'-র খবর নির্মূল করেছে।

সংশ্লিষ্ট হিংসাত্মক তত্পরতা স্পেন, চিলি ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও ছড়িয়ে পড়েছে, তখন প্রকাশ্যভাবে হংকংয়ের হিংসাত্মক তত্পরতাকে 'সুন্দর দৃশ্য' বলে আখ্যায়িত করা মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি পুরোপুরি চুপচাপ রয়েছেন।

বর্তমানে বাস্তবতা অতি স্পষ্ট, হংকংয়ের বেসামরিক নাগরিকের প্রাণ হারানো, হংকংয়ের অস্থিতিশীল পরিস্থিতি আর বিরাট অর্থনৈতিক ক্ষতির সৃষ্টিকারী হলো পশ্চিমা গণমাধ্যম ও রাজনীতিবিদরা। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040