ব্রাসিলিয়ায় ব্রিক্সভুক্ত দেশের নেতৃবৃন্দ এবং বাণিজ্য শিল্প পরিষদ ও নতুন উন্নয়ন ব্যাংকের সংলাপ
  2019-11-15 15:18:10  cri

নভেম্বর ১৫: গতকাল (বৃহস্পতিবার) ব্রিক্সভুক্ত দেশের নেতৃবৃন্দ এবং বাণিজ্য শিল্প পরিষদ ও নতুন উন্নয়ন ব্যাংকের সংলাপ ব্রাসিলিয়ায় আয়োজিত হয়।

 

ব্রিক্সভুক্ত ৫টি দেশের নেতৃবৃন্দ সংলাপে উপস্থিত ছিলেন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সংলাপে ভাষণ দিয়েছেন। বাণিজ্য শিল্প পরিষদ ও নতুন উন্নয়ন ব্যাংক শিল্পপতির চেতনা নিয়ে ব্রিক্সভুক্ত দেশ, ব্যাপক নবোদিত বাজার দেশ ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি আর সামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা করেন সি।

তিনি জোর দিয়ে বলেন, সৃজনশীল ও ডিজিটাল অর্থনীতির সহযোগিতা জোরদার করা হবে। ব্রিক্সভুক্ত দেশের সাথে বিনিময় জোরদার করে বিভিন্ন দেশের ব্যবসা পরিবেশ উন্নত করা হবে। গুণগতমান, টেকসই ও সহনশীল অবকাঠামো নির্মাণে সহযোগিতা সম্প্রসারণ করা হবে, সাথে সাথে নীতিমালার মান ও গবেষণার দক্ষতা উন্নীত করে নতুন উন্নয়ন ব্যাংকের কর্মী সংখ্যার বৃদ্ধিতে প্রস্তুতি নেওয়া হবে। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040