ব্রাসিলিয়ায় চীনা প্রেসিডেন্ট ও ভারতীয় প্রধানমন্ত্রী'র সাক্ষাত্
  2019-11-14 15:23:43  cri

নভেম্বর ১৪: গতকাল (বুধবার) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাত্ করেন।

 

সাক্ষাত্কালে সি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি'র সাথে চেন্নাইতে সাফল্যমণ্ডিত বৈঠক আয়োজিত হয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গভীর মতবিনিময় করা হয়েছে, বর্তমানে দু'পক্ষের মতৈক্য বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। গত সপ্তাহে চীনের দ্বিতীয় আন্তর্জাতিক আমদানি মেলায় প্রধান অতিথি-দেশ হিসেবে উপস্থিত ছিল ভারত এবং ব্যবসার পরিমাণও গত বছরের তুলনায় ব্যাপক বেড়ে গেছে। বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, ধারণ ক্ষমতা, ওষুধ, তথ্য প্রযুক্তি ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতের সহযোগিতার জোরদার করা উচিত। আগামী বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী, তা উপলক্ষে বিভিন্ন উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। দু'দেশের যৌথ প্রয়াসে বহুপক্ষবাদ ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করা, ব্রিক্স দেশের সহযোগিতার দীর্ঘকালীন ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা হবে বলে আশা করেন সি।

মোদি বলেন, উহান আর চেন্নাই দু'বার বৈঠকের মাধ্যমে পরস্পরের আস্থা ও মৈত্রী গভীরতর হয়েছে। ব্যাপক মতৈক্য বাস্তবায়ন করা হয়েছে এবং শাংহাই আমদানি মেলায়ও ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ করবে তাঁর দেশ এবং মতভেদ নিয়ন্ত্রণ করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরো বেশি অবদান রাখবে বলে উল্লেখ করেন তিনি। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040