ব্রাসিলিয়ায় ব্রিক্স দেশগুলোর বাণিজ্য শিল্প ফোরামের সমাপনী অনুষ্ঠানে সি চিন পিংয়ের ভাষণ
  2019-11-14 14:23:06  cri

নভেম্বর ১৪: গতকাল (বুধবার) ব্রাজিলের ব্রাসিলিয়ায় ব্রিক্স দেশগুলোর বাণিজ্য-শিল্প ফোরামের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ভাষণে সি বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে নতুন পরিবর্তন ঘটেছে, যা সুযোগের সাথে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। নতুন দফার বিজ্ঞান প্রযুক্তি বিপ্লব আর শিল্প সংস্কারের কারণে উত্পাদন শক্তির অগ্রগতি এবং অর্থনীতি ও সমাজের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাথে সাথে বাণিজ্যের সংরক্ষণবাদ ও আধিপত্যবাদ আন্তর্জাতিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগে বাধা সৃষ্টি করেছে। বাণিজ্য ও শিল্প মহলের বন্ধুরা সুযোগ কাজে লাগিয়ে সক্রিয়ভাবে ব্রিক্স দেশের অর্থনৈতিক সহযোগিতায় অংশ নেওয়া এবং অর্থনীতির বৃদ্ধি ও কর্মসংস্থানে অবদান রাখবে বলে আশা করেন সি।

তিনি আরো বলেন, ব্রিক্স দেশের নতুন শিল্প বিপ্লব অংশীদারি সম্পর্কের নতুন পর্যায়ে অর্থনৈতিক সহযোগিতার প্রধান পদ্ধতি। এ সুযোগ কাজে লাগিয়ে সৃজনশীলতা, ডিজিটাল অর্থনীতি,সবুজ অর্থনীতিসহ বিভিন্ন খাতে ব্রিক্স কাঠামোতে পাঁচটি দেশের গুণগতমান উন্নয়ন বাস্তবায়ন করা হবে।

সি জোর দিয়ে বলেন, চীনের উন্নয়ন বিশ্বের জন্য বড় সুযোগ। চীনের বৈদেশিক উন্মুক্তকরণের সংকল্প এবং দীর্ঘকাল ধরে অর্থনীতির ইতিবাচক উন্নয়নের প্রবণতা কখনো পরিবর্তন হয় নি। শিল্পপতিরা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের দ্রুত উন্নয়নের মাধ্যমে আরো বেশি সাফল্য অর্জন করবে বলে কামনা করেন তিনি। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040