ব্রাসিলিয়ায় চীন-ব্রাজিল প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক
  2019-11-14 14:19:22  cri

নভেম্বর ১৪: স্থানীয় সময় গতকাল (বুধবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, গত মাসে প্রেসিডেন্ট চীনে সফল সফর করেছেন, পৌঁছানো মতৈক্যগুলো বাস্তবায়িত হচ্ছে। চীন ও ব্রাজিল পূর্ব ও পশ্চিম গোলার্ধের বৃহত্তম নবোদিত বাজার দেশ হিসেবে দু'দেশের মধ্যে ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। ব্রাজিলের উন্নয়ন ভবিষ্যত এবং চীন-ব্রাজিল সহযোগিতায় তিনি আশাবাদী। তিনি বলেন, চীন আশা করে ব্রাজিলের সঙ্গে উন্নয়নের অভিজ্ঞতা ও ফলাফল ভাগাভাগি করবে, একসঙ্গে সমৃদ্ধ হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও ব্রাজিল বড় দেশ, দু'দেশকে পারস্পরিক সম্মান, যোগাযোগ জোরদার এবং পারস্পরিক আস্থা বাড়াতে হবে। এর ভিত্তিতে দু'দেশের উচিত বাজার উন্মুক্ত করা, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করা ও বহুপক্ষবাদে অবিচল থাকা। চীন উন্মুক্ত বিশ্ব অর্থনীতির উন্নয়ন ও লাতিন আমেরিকা দেশের সহযোগিতায় অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

বলসোনারো বলেন, চীন ব্রাজিলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু'দেশের সহযোগিতা ব্রাজিলের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্রাজিল চীনা কোম্পানিকে বিনিয়োগ করতে অনেক স্বাগত জানায়। ব্রাজিল আশা করে অবকাঠামো প্রতিষ্ঠা, জ্বালানি সম্পদ ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ জোরদার হবে।

বৈঠকের পর দু'নেতা যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করেন এবং বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেন। (তুহিনা/টুটুল/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040