ব্রিক্সভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক বিনিময় ফোরাম বা যৌথ প্রযোজনায় তথ্যচিত্রের বিশ্বব্যাপী যৌথ সম্প্রচার উন্মোচন অনুষ্ঠান ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত
  2019-11-14 14:13:15  cri

নভেম্বর ১৪: ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের ১১তম বৈঠকের সময় ব্রিক্সভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক বিনিময় ফোরাম বা যৌথ প্রযোজনায় তথ্যচিত্র-'শিশু ও গৌরব' বিশ্বব্যাপী যৌথ সম্প্রচার উন্মোচন অনুষ্ঠান ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় পরিষদ, চীনের বিদেশি ভাষা ব্যুরো এবং ব্রাজিলের সংশ্লিষ্ট বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। চীনের রাষ্ট্রীয় পরিষদ, চীনের সমাজ ও প্রযুক্তি একাডেমি, চীনের বিদেশি ভাষা ব্যুরো, জাতীয় সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ব্যুরোর দায়িত্বশীল কর্মকর্তা, ব্রাজিলের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ব্রুনো আরাউজো, ব্রাজিল-চীন সিনেটর ফ্রন্টের চেয়ারম্যান এবং প্রতিনিধি পরিষদের ব্রিক্সভুক্ত দেশগুলোর সদস্য ফ্রন্টের চেয়ারম্যান ফাউস্টো পিনাটো এবং এ তথ্যচিত্রের পরিচালকসহ দুই শতাধিক অতিথি এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 'সাংস্কৃতিক বিনিময়ের বন্ধন জোরদার করে ব্রিক্স সহযোগিতার তৃতীয় স্তম্ভ সুসংবদ্ধ করা'র বিষয়কে কেন্দ্র করে আন্তরিক ও উন্মুক্তভাবে মতবিনিময় হয়েছে।

এবারের অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে এ ফোরামে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'র বিভিন্ন সভ্যতার বিষয়ে যোগাযোগ ও ভাগাভাগি জোরদারের চেতনা অবহিত করা হয়। ব্রিক্সভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক আদান-প্রদানের ব্যাপক সম্ভাবনাও তুলে ধরা হয়েছে। ব্রিক্স সহযোগিতার তৃতীয় স্তম্ভ প্রসঙ্গে চীন তিনটি প্রস্তাব উত্থাপন করে। এক, আরও বেশি সাংস্কৃতিক বিনিময় বিষয়ক অনুষ্ঠান আয়োজন। দুই: সভ্যতা ভাগাভাগি করে নব্যতাপ্রবর্তনশীল সাফল্য সৃষ্টি করা। তিন: বিভিন্ন ক্ষেত্রের বৈঠক ও সহযোগিতা জোরদার করা।

ব্রাজিলের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ব্রুনো আরাউজো ভাষণে বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিক্সভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক বিনিময়ের উদ্যোক্তা। চীনের অবিচল প্রচেষ্টায় ব্রিক্সভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। (রুবি/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040