গ্রামাঞ্চলের ডেলিভারি ব্যবস্থা সুষ্ঠু হওয়ায় দারিদ্র্যমুক্তি সম্ভব হচ্ছে
  2019-11-13 14:54:10  cri

চলতি বছরের ডাবল ইলেভেন অনলাইন কেনাকাটা কার্নিভাল সম্বন্ধে চীনের রাষ্ট্রীয় ডাক ব্যুরো জানায়, এই কার্নিভালে দেশের ডেলিভারির মোট পরিমাণ ৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে ২৫ শতাংশ পণ্য গ্রাম থেকে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে। 'গাছ থেকে মানুষের টেবিলে' এখন অনলাইনের জনপ্রিয় ধারণা। গ্রামের বৈশিষ্ট্যময় ও টাটকা কৃষিজাত দ্রব্য কেনা লোকজনের একটি অভাসে পরিণত হয়েছে। শহর ও গ্রামের ডেলিভারি ব্যবস্থা সুষ্ঠু হওয়ায় দারিদ্র্যমুক্তিও সম্ভব হয়েছে।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040