জিয়াং ইয়ু হেং
  2019-11-13 14:47:11  cri

জিয়াং ইয়ু হেং, ১৯৫৮ সালের ১৫ নভেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন, তিনি হলেন চীনের একজন কন্ঠশিল্পী।

২৪ বছর বয়সে জিয়াং ইয়ু হেং চীনের তাইওয়ান প্রদেশে বড় বোনের বাসায় যান। তিনি সঙ্গীত সম্পর্কিত একটি চাকরি খুঁজতে চান, তবে এক বছর ধরে তিনি কোনো সুযোগ পান নি। বাধ্য হয়ে তিনি রেস্তরাঁয় কাজ করতেন। পরে তিনি তাইওয়ানের একটি পানশালায় একটি চাকরি খুঁজে পান।

১৯৮৪ সালে জিয়াং ইয়ু হেং কুয়াংমেই নামে একটি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জীবন শুরু করেন।

১৯৮৪ সালের ডিসেম্বর মাসে, জিয়াং ইয়ু হেং 'একাকী যাত্রা' এবং 'কখন' নামে দু'টি অ্যালবাম প্রকাশ করেন।

১৯৮৬ সালের জানুয়ারি মাসে জিয়াং ইয়ু হেং-এর অ্যালবাম 'গতকালের স্বপ্ন দূর হয়ে গেছে' বাজারে আসে।

১৯৮৭ সালে জিয়াং ইয়ু হেং নিজেই একটি সঙ্গীত কোম্পানি স্থাপন করেন। একই বছরের অগাস্ট মাসে তাঁর আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়।

১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়াং ইয়ু হেং-এর আরেকটি অ্যালবাম 'জীবনের অনুভূতি' প্রকাশিত হয়। একই বছর তিনি চলচ্চিত্র 'সহপাঠি'তে অভিনয় করেন। সেপ্টেম্বর মাসে তাঁর অ্যালবাম 'গতকালের কথাকে বিদায়' প্রকাশিত হয়।

১৯৯১ সালে জিয়াং ইয়ু হেং-এর অ্যালবাম 'এক জন' প্রকাশিত হয়। অক্টোবর মাসে আরেকটি অ্যালবাম 'যাত্রা' বাজারে আসে। ১৯৯২ সালের নভেম্বর মাসে তাঁর অ্যালবাম 'সময় পেলে আসবে' প্রকাশিত হয়। ১৯৯৩ সালের অগাস্ট মাসে জিয়াং ইয়ু হেং-এর অ্যালবাম 'আমি একাই মাতাল হয়েছি' রিলিজ হয়। একই বছরের অক্টোবর মাসে 'জিয়াং ইয়ু হেং-এর শ্রেষ্ঠ গান' নামে অ্যালবাম প্রকাশিত হয়।

১৯৯৪ সালের জানুয়ারি মাসে 'জিয়াং ইয়ু হেং-এর শ্রেষ্ঠ গান ২' রিলিজ হয়। ১৯৯৫ সালের অগাস্ট মাসে তাঁর অ্যালবাম 'আসলে আমি কেয়ার করি' বাজারে আসে। ১৯৯৬ সালের অক্টোবর মাসে জিয়াং ইয়ু হেং-এর অ্যালবাম 'পুরুষের হৃদয় ব্যথা হতে পারে' প্রকাশিত হয়।

১৯৯৭ সালের মার্চ মাসে জিয়াং ইয়ু হেং নতুন সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে 'ম্যাপ' নামে অ্যালবাম প্রকাশ করেন।

২০০০ সালে জিয়াং ইয়ু হেং চীনের সিআন শহরে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন।

২০০১ সালে জিয়াং ইয়ু হেং আরেকটি অ্যালবাম 'আমাকে ভালোবাসো, তোমার ভয় লাগে?' প্রকাশিত হয়।

২০০১ সালে জিয়াং ইয়ু হেং চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে গান পরিবেশন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিয়াং ইয়ু হেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040