চায়না মিডিয়া গ্রুপ ও ব্রাজিলের গ্লোবো মিডিয়া গ্রুপের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  2019-11-13 14:06:14  cri

নভেম্বর ১৩: ব্রাজিল সময় গতকাল (মঙ্গলবার) চায়না মিডিয়া গ্রুপ ও লাতিন আমেরিকার বৃহত্তম মিডিয়া গ্রুপ ব্রাজিল গ্লোবো মিডিয়া গ্রুপ সহযোগিতা স্মারকলিপি স্বাক্ষর করেছে। দু'পক্ষ টেলিভিশন নাটক, ক্রীড়া, বিনোদন ও ৫জি প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে গভীর সহযোগিতা করতে সম্মত হয়েছে।

এদিন চীনের প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়ং রিও ডি জেনিরোতে ব্রাজিল গ্লোবো মিডিয়া গ্রুপের চেয়ারম্যান রবার্ট মারিনহোর সঙ্গে এক বৈঠক করেন।

শেন হাই সিয়ং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলের ব্রিক্স শীর্ষসম্মেলনে অংশ নেবেন। এটি দু'দেশের মৈত্রী ও আর্থ-সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন চালিকাশক্তি যোগান দেবে। চীন-ব্রাজিল সহযোগিতা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে। জিএমজি'র সঙ্গে সংবাদ, অনুষ্ঠান বিনিময় করা এবং যৌথ অনুষ্ঠান তৈরি, ও ৫জি প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন খাতে গভীর সহযোগিতা করতে চায় সিএমজি।

রবার্ট বলেন, সিএমজি'র উন্নয়ন তার মনে গভীর ছাপ ফেলেছে। তিনি আশা করেন জিএমজি'র টিভি, বেতার, নতুন মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সিএমজি'র সঙ্গে টিভি অনুষ্ঠান তৈরি ও নতুন প্রযুক্তি ব্যবহারের সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় কর্মী বিনিময় ও প্রশিক্ষণ জোরদার করবে জিএমজি।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040