ব্রিক্স দেশগুলোর সহযোগিতার দ্বিতীয় 'স্বর্ণ দশক' উন্মোচনের দাবি ব্রিক্স দেশগুলোর নেতৃবৃন্দের: সিআরআই সম্পাদকীয়
  2019-11-13 13:58:09  cri
নভেম্বর ১৩: ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতাদের ১১তম বৈঠক স্থানীয় সময় আজ (বুধবার) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় শুরু হয়। দু'দিনব্যাপী এবারের বৈঠকের প্রতিপাদ্য হচ্ছে 'অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নব্যতাপ্রবর্তনশীল ভবিষ্যত সৃষ্টি করা'। ব্রিক্স দেশগুলোর সহযোগিতার দ্বিতীয় 'স্বর্ণ দশক' উন্মোচনের দাবি জানান নেতৃবৃন্দ। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র আজ (বুধবার) এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের নতুন দফা প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প সংস্কার ব্রিক্স দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করে। তবে একই সঙ্গে একতরফাবাদ ও সংরক্ষণবাদ বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে, যার কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ব্যাহত হয়। এ প্রেক্ষাপটে উন্মুক্তকরণ ও সমন্বিত অর্জনকে কেন্দ্র করে নব্যতাপ্রবর্তনশীল উন্নয়নকে চাবিকাঠি হিসেবে গণ্য করা হবে ব্রিক্স দেশগুলোর সহযোগিতার দ্বিতীয় 'স্বর্ণ দশক' উন্মোচনের গুরুত্বপূর্ণ বিষয়।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ব্রিক্স দেশগুলোর নেতৃবৃন্দ বৈঠকে 'প্রবৃদ্ধি ও নব্যতাপ্রবর্তন' নিয়ে মত বিনিময় করেন। তারা একমত হন যে, ব্রিক্স দেশগুলোর উচিত সহযোগিতা ও সমন্বিত অর্জন এবং উন্মুক্ত অর্থনীতি জোরদারের পাশাপাশি বহুপক্ষবাদ ও আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতিতে অবিচল থাকা। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040