অ্যাক্রোপলিস জাদুঘর পরিদর্শন করলেন গ্রিস ও চীনের প্রেসিডেন্ট
  2019-11-13 10:50:55  cri
নভেম্বর ১৩: গতকাল (মঙ্গলবার) গ্রিসের প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলপোলোসের সাথে অ্যাক্রোপলিস জাদুঘর পরিদর্শন করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ফার্স্ট লেডি মাদাম ফেং লি ইউয়ান।

সি বলেন, প্রাচীন গ্রিসের স্থাপত্য ও ভাস্কর্য পাশ্চাত্য সভ্যতার শ্রেষ্ঠ ও চমত্কার দৃষ্টান্ত। গ্রিসে প্রাচ্য সভ্যতার প্রতিনিধি হিসেবে চীনের শিল্পকর্মের ব্যাপক পার্থক্য থাকলেও, শিল্প খাতে দু'দেশের দীর্ঘকালীন প্রভাব ও গভীর সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণে দু'দেশ সহযোগিতা জোরদার করবে বলে আশা করেন সি।

সি জোর দিয়ে বলেন, জাদুঘর পরিদর্শন তাঁর মনে গভীর দাগ কেটেছে ও গ্রিস সফরের অনুভূতি সমৃদ্ধ হয়েছে। সুন্দর ভবিষ্যত গঠনের জন্য গ্রিসের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রস্তাব দেন তিনি; যাতে ভিন্ন সভ্যতা ও দেশের পারস্পরিক সমঝোতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হয়। এতে বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে অবদান রাখা যাবে।

প্রোকোপিস পাভলপোলোস বলেন, প্রেসিডেন্ট সি'র সফর দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন পৃষ্ঠা উন্মোচন করেছে। গত দুই দিনে প্রেসিডেন্ট সি'র সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে। গ্রিসের সভ্যতার প্রতি সি'র সম্মান ও মনোভাবের জন্য অনেক কৃতজ্ঞ তিনি। বিশ্বের শান্তি ও মানবজাতির সুন্দর ভবিষ্যত বাস্তবায়নে দু'দেশের সহযোগিতা ও বিনিময় জোরদারের প্রত্যাশা করেন গ্রিসের প্রেসিডেন্ট।

(সুবর্ণা/তৌহিদ/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040