সি চিন পিং'র সঙ্গে গ্রিসের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাত
  2019-11-12 19:57:47  cri

নভেম্বর ১২: গ্রিস সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দেশটির সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সঙ্গে সাক্ষাত করেন।

সাক্ষাতের সময় সি চিন পিং চীন-গ্রিস মৈত্রী ও সহযোগিতার জন্য সাবকে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করেন। সি বলেন, দেশের সঙ্গে দেশের যোগাযোগ কল্যাণ বয়ে আনে, পাশাপাশি মৈত্রী আরও গুরুত্বপূর্ণ। চীন বরারই গ্রিক সরকার ও জনগণকে আর্থিক সংকট মোকাবিলা করতে সমর্থন দিয়ে যাবে এবং দু'দেশের বাস্তব সহযোগিতা বেগবান করতে ইচ্ছুক।

সিপ্রাস বলেন, তিনি যখন গ্রিসের প্রধানমন্ত্রী পদে ছিলেন, তখন গ্রিস গুরুতর ঋণ সংকটের মুখোমুখি হয়েছিলো। এ সংকট থেকে রক্ষায় চীন যে সাহায্য করেছে, তার জন্য কৃতজ্ঞ গ্রিস। তিনি তার পার্টি নিয়ে সিপিসি'র সঙ্গে যোগাযোগ করতে এবং গ্রিস-চীন সম্পর্ক উন্নীত করতে ইচ্ছুক। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040