চীন-গ্রিস সম্পর্কোন্নয়ন দু'দেশের জনগণের জন্য উন্নয়নের নতুন সুযোগ বয়ে আনবে: সিআরআই সম্পাদকীয়
  2019-11-12 18:28:12  cri
নভেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১০-১২ নভেম্বর গ্রিসে রাষ্ট্রীয় সফর করেন। সফরের সময় তিনি গ্রিসের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক আস্থা জোরদার,বাস্তব সহযোগিতা গভীরতর এবং সভ্যতার সংলাপসহ নানা বিষয়ে মতৈক্যে পৌঁছান এবং ফলপ্রসূ সফর করেন। এতে বোঝা যায় যে, সভ্যতার বিনিময় ও পারস্পরিক কল্যাণ এ দু'টি বিষয়কে কেন্দ্র করে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নীত হয়েছে। এ সম্পর্কোন্নয়ন দু'দেশের জনগণের জন্য উন্নয়নের নতুন সুযোগ বয়ে আনবে। আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়, চীন ও গ্রিস ২০০৬ সালে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত ও স্থিতিশীল উন্নয়ন হয়েছে। সদ্যসমাপ্ত দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় গ্রিস প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১১ বছর পর আবার গ্রিস সফর করেন। এ সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের নতুন মাইলফলক হিসেবে গণ্য করা হয়।

গ্রিসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় সি চিন পিং বলেন, চীন ও গ্রিস সভ্যতা বিনিময় সমর্থন করে এবং তথাকথিত সভ্যতার সংঘর্ষ সংক্রান্ত প্রতারণার বিরোধিতা করে। (রুবি/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040