ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চরম চাপ হলো বর্তমানে ইরান পরমাণু সংকটের মূল কারণ: চীনা মুখপাত্র
  2019-11-12 17:08:13  cri
নভেম্বর ১২: যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের পরমাণুবিষয়ক সার্বিক চুক্তি থেকে বেরিয়ে গেছে এবং দেশটির ওপর চরম চাপ প্রয়োগ করেছে। এটি হলো বর্তমানে ইরান পরমাণু সংকটের মূল কারণ। যুক্তরাষ্ট্রের উচিত্ ভুল আচরণ বাদ দিয়ে পরিস্থিতি প্রশমনের জন্য শর্ত সৃষ্টি করা।

আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

জানা গেছে, গতকাল (সোমবার) আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা আইএইএ ইরানের ওপর তত্ত্বাবধানবিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করে। এ দিন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইইউ'র কূটনীতি ও নিরাপত্তাবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে বলেন, তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরুর সিদ্ধান্তের ওপর নজর রাখছেন এবং সমাধান ব্যবস্থাসহ সমগ্র সমন্বিত ব্যবস্থা গ্রহণ করবেন। (রুবি/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040