'১১ নভেম্বর' ক্রয় উত্সবে চীনা অর্থনীতির শক্তিশালী অবস্থা দেখা দিয়েছে: সিআরআই সম্পাদকীয়
  2019-11-12 16:49:43  cri
নভেম্বর ১২: দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা সদ্যসমাপ্ত হওয়ার পরপরই '১১ নভেম্বর' ক্রয় উত্সব' পালিত হয়েছে। এ দিন চীনের অনলাইন শপিং মল- টিমল ও চিংতোং'র বিক্রয়ের পরিমাণ যথাক্রমে ২৬ হাজার ৮শ ৪০ কোটি ইউয়ান এবং ২০ হাজার ৪শ ৪০ কোটি ইউয়ানে দাঁড়ায়। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫.৭ ও ২৭.৯ শতাংশ বেশি। বৈদেশিক বাণিজ্যিক পরিবেশের অনিশ্চয়তার সম্মুখীন হলেও চীনে ভোক্তার বাজারে উত্তপ্ত অবস্থা দেখা দিয়েছে। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র আজ (মঙ্গলবার) এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, চলতি বছর '১১ নভেম্বর' ক্রয় উত্সবের ১১তম বার্ষিকী। এক দিকে জনগণের ভোক্তার পণ্য বুদ্ধিমত্তা, গুণগতমানসম্পন্ন ও বৈচিত্র্যময় পর্যায়ে উন্নীত হয়েছে। অন্য দিকে চীনারা যোগাযোগমাধ্যম ও মোবাইলে আরও সময় ব্যয় করে। অনলাইন লাইভ বিভিন্ন নেট কোম্পানির প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চাবিকাঠিতে পরিণত হয়েছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, চলতি বছরের উত্সবে নতুন কিছু দেখা দিয়েছে। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, টিমলে ১০ লাখ নতুন পণ্য উন্মোচন করা হয়েছে। তাতে বলা হয়েছে, চীনা প্রতিষ্ঠান নব্যতাপ্রবর্তন এবং ভোক্তা পণ্যের গুণগতমান উন্নয়নে আরও ব্যয় বৃদ্ধি করেছে।

উল্লেখ্য যে, দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় ৭১ হাজার ১শ ৩০ কোটি মার্কিন ডলার মূল্যের চুক্তিতে পৌঁছানোর পরপরই এ উত্সবে চীনারা বিশ্বব্যাপী কেনাকাটা করতে আগের মতো উত্তপ্ত ইচ্ছা প্রকাশ করেন। টিমলে আন্তর্জাতিক ব্র্যান্ডের বিক্রয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩০০ শতাংশ বেড়েছে। (রুবি/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040