বুলবুল তাণ্ডবে খোলা আকাশের নিচে দুর্গত মানুষ
  2019-11-11 19:20:05  cri
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ভোলায় ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ দুর্গত মানুষের। এদিকে বুলবুলের কারণে তিন দিন বন্ধ থাকার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরসহ বিভিন্ন নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। বুলবুলের প্রভাব কেটে যাওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরে আর ঝড়ের কোনো আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরের সব সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040