দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় উন্মুক্তকরণ ও যৌথ উন্নয়ন এগিয়ে গেছে: সিআরআই সম্পাদকীয়
  2019-11-11 14:31:23  cri
নভেম্বর ১১: দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা গতকাল (রোববার) চীনের শাংহাইয়ে শেষ হয়েছে। ছ'দিনব্যাপী মেলায় ১৮১টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা এবং ৩৮০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। পাঁচ লক্ষাধিক দেশি-বিদেশি ক্রেতা মেলায় ক্রয় করতে যোগ দেয়। ৭১১৩ কোটি মার্কিন ডলার মূল্যের চুক্তি পৌঁছানো হয়েছে, যা প্রথম মেলার চেয়ে ২৩ শতাংশ বেশি। দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার সাফল্য প্রমাণ করে যে, 'চীনের তৈরি প্ল্যাটফর্মে বিশ্ব একই স্বরে গান গেয়েছে। মেলা বিশ্বায়নের জন্য নতুন চালিকাশক্তি যুগিয়েছে এবং বিশ্বের উন্মুক্তকরণ সহযোগিতা ও অভিন্ন উন্নয়নের জন্য সহায়ক হয়েছে'। আজ (সোমবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা পণ্য ও পরিষেবার মাধ্যমে বাণিজ্যিক বিশ্বায়ন ও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। বিশ্বের প্রথম আমদানি মেলা কেন্দ্রিক জাতীয় পর্যায়ের প্রদর্শনী হিসেবে এ মেলা বিশ্বমুখী চীনের উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ ব্যবস্থা। বর্তমানে বিশ্বজুড়ে সংরক্ষণবাদ ও একতরফাবাদ মাধা চাড়া দিয়ে ওঠার প্রেক্ষাপটে দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত হয়েছে। গ্রিসের উপ-পররাষ্ট্রমন্ত্রী কসতাস ফ্রাগোগিয়ানিস সিআরআইকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, বিশ্ব অর্থনীতি বেশকিছু অনিশ্চয়তার সম্মুখীন হলেও দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার আয়োজনে গ্রিস, এমনকি সারা বিশ্বের জন্য ব্যাপক সুযোগ প্রদান করেছে চীন। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040