গ্রিস সফর করছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2019-11-11 10:46:46  cri

নভেম্বর ১১: গতকাল (রোববার) রাতে গ্রিসে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ফার্স্ট লেডি মাদাম ফেং লি ইউয়ান।

 

এ সময়, চীন সরকার ও জনগণের পক্ষ থেকে গ্রিস সরকার ও জনগণকে আন্তরিক শুভকামনা জানিয়ে সি বলেন, গ্রিসের সুদীর্ঘ ইতিহাস ও উজ্জ্বল সভ্যতা রয়েছে, যা মানবজাতির অগ্রগতিতে চমত্কার অবদান রেখেছে। চীন ও গ্রিসের বন্ধুত্বপূর্ণ বিনিময়ও সুদীর্ঘকালের। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও গ্রিসের মধ্যে উচ্চপর্যায়ের ঘনিষ্ঠ বিনিময় এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর হয়েছে, পিরায়েউস বন্দরসহ বিভিন্ন প্রকল্প 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সাফল্য, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে দু'পক্ষের সমন্বয় ও বিনিময় বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রেখেছে।

সি আরও বলেন, বর্তমানে দু'দেশ অভিন্ন উন্নয়নের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাস্তব সহযোগিতা উন্নত করা দু'দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। সফরে প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলপোলোস এবং প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়ন নিয়ে গভীর মতবিনিময়ের আশা করেন সি চিন পিং।

(সুবর্ণা/তৌহিদ/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040