কুয়াং চৌ শহরে চীনা আইন প্রশাসনবিষয়ক আন্তর্জাতিক ফোরাম ২০১৯ অনুষ্ঠিত, প্রেসিডেন্টে সি'র অভিনন্দন
  2019-11-10 17:13:29  cri

নভেম্বর ১০: আজ (রোববার) চীনের কুয়াং চৌ শহরে চীনা আইন প্রশাসনবিষয়ক আন্তর্জাতিক ফোরাম ২০১৯ অনুষ্ঠিত হয়। এতে অভিনন্দন জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ।

অভিনন্দন-বার্তায় সি চিন পিং বলেন, 'এক অঞ্চল, এক পথ'-এর যৌথ নির্মাণকে নিশ্চিত করে আইন প্রশাসন। বিভিন্ন দেশের সঙ্গে ভাল আইন প্রশাসন পরিবেশ তৈরি করতে, ন্যায্য, যুক্তিযুক্ত ও স্বচ্ছ আন্তর্জাতিক আর্থিক-বাণিজ্যিক নিয়ম ব্যবস্থা গঠন করতে, 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণের গুণগতমান উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে এবং নানা দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে ইচ্ছুক চীন। আশা করি, চীন আইন প্রশাসনের আন্তর্জাতিক সহযোগিতা গভীর করে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণকে সেবা প্রদান করার এ বিষয়কে কেন্দ্র করে বিনিময় জোরদার করবে এবং মতৈক্য বাড়াবে, সংশ্লিষ্ট আইন ও ব্যবস্থা উন্নয়ন ও পূর্ণাঙ্গ করে গড়ে তুলবে এবং 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণ প্রক্রিয়ায় আইন প্রশাসনের ভূমিকা পালন করবে।

'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট ৪০টিরও বেশি দেশ ও ৪টি সংস্থার প্রায় ৪০০জন প্রতিনিধি এ ফোরামে অংশগ্রহণ করেন।

(শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040